আগেই জানা গিয়েছিল পাঁচ দল নিয়ে গড়াবে এবারের বিপিএল। আগামী পাঁচ আসরে দেখা যাবে রাজশাহী, রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটকে। এবার দলগুলোর নামও ঠিক করে দিলো বিসিবি।
যেখানে রংপুরের মালিকানায় টগি স্পোর্টস, ঢাকার মালিকানায় চ্যাম্পিয়ন স্পোর্টস, চট্টগ্রামের ট্রায়াঙ্গাল সার্ভিস, রাজশাহীর মালিকানায় নাবিল গ্রুপ ও সিলেটের মালিকানায় দেখা যাবে ক্রিকেট উইথ সামিকে।
আগামী ১৯ ডিসেম্বর শুরু হবে বিপিএল, শেষ হবে ৬ জানুয়ারি। এই আসরকে সামনে রেখে ১৭ নভেম্বর গড়াবে প্লেয়ার্স ড্রাফট। আজ বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে দলগুলোর নাম।
দুই পুরনো ফ্রাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের নাম রয়েছে অপরিবর্তিত। বাকি দলগুলো হলো চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স।
বিপিএলে ফ্রাঞ্চাইজি বদল হলেই বদলে যায় দলগুলোর নাম, যা নিয়ে সমালোচনা ছিল ক্রিকেটপাড়ায়। এমন সমস্যা সমাধান করতে এবার দলগুলোর নাম ঠিক করে দিয়েছে বিসিবি, যা কখনো পরিবর্তন করা হবে না।



