শুরুতেই জাকেরের ক্যাচ মিস, বড় মাশুল দিচ্ছে বাংলাদেশ

বল হাতে শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। প্রথম ওভারে তানজিম সাকিবের হাতে বল তুলে দেন জাকের। প্রথম ওভারে কোনো বাউন্ডারি হজম করেননি এই পেসার। খরচ করেন মাত্র ৩ রান।

নয়া দিগন্ত অনলাইন
বিধ্বংসী হয়ে ওঠেন ভারতের দুই ওপেনার
বিধ্বংসী হয়ে ওঠেন ভারতের দুই ওপেনার |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

শুরুতেই সুযোগ হাতছাড়া করলেন অধিনায়ক জাকের আলি। থিতু হবার আগেই অভিষেক শর্মাকে ফেরাতে পারলেন না তিনি। তানজিম সাকিবের বলে উইকেটের পেছনে অভিষেক ক্যাচ দিলেও লুফে নিতে পারেননি জাকের।

ভারতের বিপক্ষে একাদশে নেই লিটন দাস। অনুশীলনে চোট পাওয়ায় তাকে ছাড়াই খেলছে টাইগাররা। বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন জাকের আলি। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তিনি।

বাংলাদেশ এই ম্যাচে চার পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। একাদশে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম সাকিব, রিশাদ হোসেন ও পারভেজ হোসেন ইমন। বাদ পড়েছেন শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শেখ মেহেদী ও লিটন দাস।

বল হাতে শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। প্রথম ওভারে তানজিম সাকিবের হাতে বল তুলে দেন জাকের। প্রথম ওভারে কোনো বাউন্ডারি হজম করেননি এই পেসার। খরচ করেন মাত্র ৩ রান।

দ্বিতীয় ওভারে নাসুম আহমেদও দারুণ বোলিং করেন। একটি বাউন্ডারি খেলেও তিনি মোটে দেন ৭ রান। তানজিমে করা তৃতীয় ওভারের তৃতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ তুলেছিলেন অভিষেক শর্মা।

তবে ক্যাচ নিতে পারেননি অধিনায়ক জাকের। তখন ৫ বলে মাত্র ৭ রানে ব্যাট করছিলেন অভিষেক। তবে জীবন পেয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন তিনি। পরের ওভারেই শুভমান গিলকে নিয়ে নাসুমের থেকে রান নিয়েছেন ২১!

পরের ওভারে মোস্তাফিজের থেকে আদায় করেন ১৭। ৫ ওভারেই আসে ৫৫ রান। পরের ওভারে এসে সাইফুদ্দিনও দিয়েছেন ১৭। সব মিলিয়ে পাওয়ার প্লেতে এসেছে বিনা উইকেটে ৭২ রান।

অভিষেক শর্মা ৫ চার ও ৩ ছক্কায় ১৯ বলে ৪৬ ও শুভমান গিল ১৭ বলে ২৫ রানে ব্যাট করছেন।