প্রথম দিন শেষ করেছিলেন ৪৭ রান নিয়ে, দ্বিতীয় দিনে ফিফটি তুলে নিতে দেরি করেননি লিটন দাস। এবার গতি ধরে রেখে সেঞ্চুরি তুলে নিলেন তিনি, ১৫৮ বলে তিন অঙ্কে পৌঁছেছেন তিনি।
মিরপুর টেস্টকে বলা হচ্ছে ‘মুশফিকের টেস্ট’। এই ম্যাচ দিয়ে সাদা পোশাকে শততম ম্যাচ খেলার কীর্তি গড়েছেন মুশফিকুর রহিম। অবশ্য ম্যাচটা লিটনের জন্যও মাইলফলকের। অন্যরকম এক সেঞ্চুরি হয়েছে তারও।
প্রথম শ্রেণির ক্রিকেটে এটি লিটনেরও শততম ম্যাচ! উপলক্ষটা রাঙিয়েছেন তিনিও। মুশফিকের পথে হেঁটে তুলে নিয়েছেন সেঞ্চুরি। যা টেস্টে তার পঞ্চম সেঞ্চুরি। এক বছর পর সাদা পোশাকে সেঞ্চুরি পেলেন তিনি।
টেস্টে লিটন শেষ সেঞ্চুরি পেয়েছিলেন ২০২৪ সালের আগস্টে, পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে। ১৩৮ রানের ইনিংস খেলেছিলেন সেবার। আজ সুযোগ আছে ইনিংসটা বড় করার। তার সাথে আছেন মেহেদী মিরাজ।
লিটন ইনিংস বড় করতে পারলেও আজ বৃহস্পতিবার ইনিংস টানতে পারেননি মুশফিক। সকাল সকাল বহুল কাঙ্ক্ষিত সেঞ্চুরিটা পেয়ে গেলেও ১০৬ রানেই শেষ হয় তার ইনিংস। ২১৪ বল খেলে এন্ড্রু বালবির্নির শিকার হন তিনি।
এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ১৩০ ওভারে ৫ উইকেটে ৩৮৭। লিটন ১০৩ ও মিরাজ ব্যাট করছেন ৩০ রানে।



