বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে জটিলতা যেন কাটছেই না। এমনকি ঠিক সময়ে মাঠে গড়ানো নিয়েও আছে শঙ্কা। গুঞ্জন আছে, এখনো ফ্রাঞ্চাইজি ফি পরিশোধ করেনি অধিকার দল। এমতাবস্থায় আবারো পেছাল বিপিএলের নিলাম।
বিপিএল ২০২৬ মৌসুমের খেলোয়াড় নিলামের নতুন তারিখ ঘোষণা করেছে গভর্নিং কাউন্সিল। বুধবার রাতে এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের নিলাম।
এর আগে ১২তম আসরের নিলাম ১৭ নভেম্বর হওয়ার কথা ছিল। তা পিছিয়ে ২১ নভেম্বর নির্ধারণ করা হয়। এরপর তা পরিবর্তন করে ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল। এবার তা পিছিয়ে গেল আরো সাত দিন।
বিসিবি জানিয়েছে, সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয় নিশ্চিত করা ও নিলাম প্রক্রিয়া আরো সুসংগঠিতভাবে আয়োজনের লক্ষ্যেই তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
একই সাথে জানানো হয়েছে বিপিএলের নিলামে ভেন্যু সম্পর্কেও। রাজধানীর পাঁচতারকা হোটেল র্যাডিসন ব্লুর গ্র্যান্ড বলরুমে ৩০ নভেম্বর বিকেল ৩টা থেকে নিলাম অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বিপিএলে প্রথম ও দ্বিতীয় আসরে (২০১২ ও ২০১৩) খেলোয়াড় বাছাই হয়েছিল নিলামের মাধ্যমে। পরে ২০১৫ সাল থেকে চালু হয় ড্রাফট পদ্ধতি, যা গত আসর পর্যন্ত চালু ছিল।
তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর দাবি মেনে নিয়ে আসন্ন বিপিএলের আগে নিলাম আয়োজন করতে যাচ্ছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। ফলে প্রায় এক যুগ ও ৯ আসর পর ফিরছে পুরনো পদ্ধতি।
এদিকে আগের খবর অনুযায়ী, বিপিএল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৯ ডিসেম্বর থেকে। আর বিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৬ জানুয়ারি। তবে নিলাম পেছানোয় সেটা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।



