লঙ্কাবধ রূপকথা লিখতে পারেনি হংকং, পারেনি ম্যাচটা জিততে। তবে তাদের প্রচেষ্টা হৃদয় জিতে নিয়েছে সবার। শ্রীলঙ্কাকে কাঁপিয়ে ছেড়েছে দলটা। ক্যাচগুলো হাত না ফসকালে হয়তো রাতটা রঙিনই হয়ে উঠতো।
হংকংকে আক্ষেপে পুড়িয়ে এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় তুলে নিল শ্রীলঙ্কা। সেই সাথে সুপার ফোরে দিয়ে রাখলো এক পা। সোমবার রাতে দুবাইয়ের মাঠে হংকংকে ৪ উইকেটে হারিয়েছে তারা।
টসে হেরে আগে ব্যাট করে চ্যালেঞ্জিং পুঁজিই গড়েছিল হংকং। ৪ উইকেটে ১৪৯ রান করে তারা। যা তাড়া করতে নেমে পাথুম নিশানকার ফিফটিতে ভর করে ১৮.৫ ওভারে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।
ম্যাচটা জিততে পারতো হংকংও, জয়ের পথেই ছিল তারা। তবে সব এলোমেলো করে দিয়েছেন নিশানকা। তিন-তিনবার জীবন পেয়ে ৪৪ বলে ৬৮ রানে ইনিংস খেলেন তিনি।
অথচ আর কেউ ২০ রানের বেশি করতে পারেনি। কুশল মেন্ডিস ১৪ বলে ১১ ও কামিল মিশ্রা করেন ১৮ বলে ১৯ রান। এছাড়া কুশল পেরারার ব্যাটে আসে ২০ রান। মাত্র ৮ রানে ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা।
তবে বিপদ হতে দেননি ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৯ বলে ২০ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে ৭ বল বাকি থাকতেই দূর করেন সব অনিশ্চয়তা।
হংকংয়ের হয়ে ২ উইকেট নেন ওয়াসিম মোর্তজা।
এর আগে ভালো ব্যাট করে হংকং। দুই ওপেনার জিশান আলি ১৭ বলে ২৩ ও ৪৬ বলে ৪৮ করেন আনশুমান রাথ। চারে নেমে ৩৮ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন নিজাকাত খান।
শ্রীলঙ্কার হয়ে ২ উইকেট নেন চামিরা।
এ নিয়ে টানা দুই ম্যাচ জিতে 'এ' গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে লঙ্কানরা।