নাটক থামছেই না, আবারো নিষিদ্ধ তাওহীদ হৃদয়!

১০ হাজার টাকা জরিমানার সাথে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তাওহীদ হৃদয়।

নয়া দিগন্ত অনলাইন
তাওহীদ হৃদয়
তাওহীদ হৃদয় |সংগৃহীত

একেই হয়তো বলে কপালের লিখন! শেষ হয়েও যেন শেষ হলো না তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা কাণ্ড। নাটকীয়তা অব্যাহত। আবারো নিষিদ্ধ হলেন তিনি। তবে পুরনো কারণে নয়, নতুন ঘটনায় ফের পেলেন শাস্তি।

আম্পায়ারদের সাথে অসদাচরণ করে দু’ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন তাওহীদ হৃদয়। নানা নাটকীয়তা শেষে এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত হলেও শেষ রক্ষা হয়নি। ফের নিষেধাজ্ঞায় বাঁধা পড়েছেন তিনি।

এবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করে শাস্তির মুখে পড়ছেন হৃদয়। ১০ হাজার টাকা জরিমানার সাথে পেয়েছেন

একটি ডিমেরিট পয়েন্ট। তাতেই যেন ঘটে গেল অঘটন।

আগের ঘটনায় তাওহীদ হৃদয়ের নামে জমা পড়েছিল ৭ ডিমেরিট পয়েন্ট। শনিবার (২৬ এপ্রিল) ফের একটি ডিমেরিট পয়েন্ট পাওয়ায় তার মোট ডিমেরিটের সংখ্যা এখন আটটি। নিয়ম অনুযায়ী তিন ম্যাচের নিষেধাজ্ঞা পাবেন হৃদয়।

এর মাঝে একটি নিষেধাজ্ঞা ভোগ করেছেন ক’দিন আগেই। আরেকটি ম্যাচের নিষেধাজ্ঞা বিসিবির পক্ষ থেকে পিছিয়ে দেয়া হয়েছে এক বছর। তবে তৃতীয় নিষেধাজ্ঞা এড়ানোর সুযোগ নেই।

মোহামেডানের পরের ম্যাচেই প্রয়োগ হবে এই শাস্তি। ফলে আবাহনী লিমিটেডের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচটায় তার খেলা হচ্ছে না। মঙ্গলবার তার থাকতে হবে দর্শক হয়ে।

ঘটনার সূত্রপাত আজ শনিবার ডিপিএলের সুপার লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে। গাজী গ্রুপের বোলার ওয়াসি সিদ্দিকীর বলে গালিতে ক্যাচ দিয়ে হৃদয় আউট হন ৫৪ বলে ৩৭ রানে।

তবে আম্পায়ারের আউট হবার সিদ্ধান্তে খুব বেশি সন্তুষ্ট হতে পারেননি হৃদয়। মাঠ ছাড়ার আগে আরো বেশ কিছুক্ষণ উইকেটে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। যা আচরণবিধি অনুযায়ী নিষিদ্ধ।

শেষ পর্যন্ত নন স্ট্রাইক প্রান্ত থেকে মাহমুদউল্লাহ রিয়াদের ইশারা পেয়ে মাথা নিচু করে মাঠ ছাড়েন হৃদয়। তবে বিষয়টা ভালোভাবে নেননি ম্যাচ আম্পায়ার ও রেফারিরা।