নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে ‘ট্রাভেলিং রিজার্ভ’ হিসেবে যুক্ত হলেন সিয়ার্স

আরেক পেসার অ্যাডাম মিলনের ইনজুরির কারণে ‘ট্রাভেলিং রিজার্ভ’ তালিকা থেকে মূল দলে সুযোগ পান কাইল জেমিসন। ফলে ফাঁকা হয়ে পড়ে ‘ট্রাভেলিং রিজার্ভ’ তালিকা। সেই ফাঁকা জায়গা পূরণ করতেই সুযোগ পান সিয়ার্স।

নয়া দিগন্ত অনলাইন
নিউজিল্যান্ড দলের পেসার বেন সিয়ার্স
নিউজিল্যান্ড দলের পেসার বেন সিয়ার্স |সংগৃহীত

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড দলে ‘ট্রাভেলিং রিজার্ভ’ বা অতিরিক্ত খেলোয়াড়ের তালিকায় যুক্ত হলেন পেসার বেন সিয়ার্স।

আরেক পেসার অ্যাডাম মিলনের ইনজুরির কারণে ‘ট্রাভেলিং রিজার্ভ’ তালিকা থেকে মূল দলে সুযোগ পান কাইল জেমিসন। ফলে ফাঁকা হয়ে পড়ে ‘ট্রাভেলিং রিজার্ভ’ তালিকা। সেই ফাঁকা জায়গা পূরণ করতেই সুযোগ পান সিয়ার্স।

২০২৪ সালের অক্টোবরে অস্ট্রেলিয়া সিরিজে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন সিয়ার্স। এরপর আর কিউইদের হয়ে খেলা হয়নি তার। ইনজুরি কাটিয়ে গত মাসের শেষ দিকে ঘরোয়া সুপার স্ম্যাশ টি-টোয়েন্টি টুর্নামেন্টে দিয়ে আবারো মাঠে ফেরেন সিয়ার্স। আসরে ৯ ম্যাচ খেলে ১৫ উইকেট নেন তিনি। বল হাতে ছন্দে থাকায় বিশ্বকাপে জাতীয় দলের সাথে যুক্ত করা হলো সিয়ার্সকে।

নিউজিল্যান্ডের হয়ে ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২৩টি উইকেট নিয়েছেন ২৭ বছর বয়সী সিয়ার্স। আগামী বৃহস্পতিবার মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে দলের সাথে যোগ দেবেন সিয়ার্স।

৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে ‘ডি’ গ্রুপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে নিউজিল্যান্ড। একই গ্রুপের অপর তিন দল হলো— দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা।

সূত্র : বাসস