নিজেদের সিদ্ধান্তে অটল থাকব : বিসিবি সভাপতি বুলবুল

‘আমরা বাস্তবসম্মত ও যৌক্তিক বিষয়গুলোই তুলে ধরছি। অতীতে আমরা অনেক বিশ্বকাপে অংশ নিয়েছি, কিন্তু কখনো এমন নিরাপত্তা নিয়ে উদ্বেগ তুলতে হয়নি।’

নয়া দিগন্ত অনলাইন
আমিনুল ইসলাম বুলবুল
আমিনুল ইসলাম বুলবুল |পুরনো ছবি

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ভারতে সফরের ক্ষেত্রে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের সিদ্ধান্তে অটল থাকবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বুধবার ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সাথে বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বুলবুল বলেন, খেলোয়াড়দের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বিসিবি ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে তাদের উদ্বেগ জানিয়েছে।

বুলবুল বলেন, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। এর বাইরে রয়েছেন সাংবাদিক, স্পন্সর এবং হাজার হাজার সমর্থক। বিদেশ সফরের জন্য সরকারের অনুমোদন প্রয়োজন। তাই আমরা সরকারের দিকনির্দেশনার অপেক্ষায় আছি। যদি নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে আমরা আমাদের অধিকার আদয়ের জন্য লড়াই করব।

ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) বাংলাদেশী তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বলার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে এবং নিরাপত্তা নিয়ে বিতর্ক আরো জোরালো হয়।

এ প্রসঙ্গে বুলবুল বলেন, মোস্তাফিজুর রহমানের মতো একজন আন্তর্জাতিক খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করা যখন কঠিন হয়ে পড়ে এবং তাকে ছেড়ে দিতে হয়, তখন তার নিরাপত্তা নিয়ে বাংলাদেশী সমর্থকদের উদ্বিগ্ন হওয়াটা স্বাভাবিক। এটি খুবই যৌক্তিক প্রশ্ন।

অন্য দেশগুলো টুর্নামেন্টে অংশ নিলেও বাংলাদেশ তাদের আপত্তিতে অটল থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, বোর্ড কোনো অবাস্তব দাবি করছে না।

তিনি বলেন, আমরা বাস্তবসম্মত ও যৌক্তিক বিষয়গুলোই তুলে ধরছি। অতীতে আমরা অনেক বিশ্বকাপে অংশ নিয়েছি, কিন্তু কখনো এমন নিরাপত্তা নিয়ে উদ্বেগ তুলতে হয়নি।

অনিশ্চয়তা থাকা সত্ত্বেও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ীই চলছে বলে নিশ্চিত করেন বুলবুল, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে এবং চলমান বিপিএলের একটি উদ্দেশ্যই হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে দলকে আরো ভালোভাবে প্রস্তুত করা। টুর্নামেন্টের প্রস্তুতি চলমান রয়েছে।’