আফগান যুবাদের কাছে আবারো হার বাংলাদেশের। তাতে এক ম্যাচ বাকি থাকতেই শেষ সিরিজ জয়ের স্বপ্ন। টানা দুই ম্যাচ হেরে খাদের কিনারে দাঁড়িয়ে জুনিয়র টাইগাররা। শেষ ম্যাচে এখন মান বাঁচানোই লক্ষ্য।
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। এরপর তৃতীয় ম্যাচে ১০২ রানে হেরে যায় স্বাগতিকেরা। আর আজ আজিজুলদের হার ৪৭ রানে।
শুক্রবার রাজশাহীতে টসে জিতে আগে ব্যাট করে ৪৯.৩ ওভারে গুটিয়ে যাবার আগে ২৫৮ রান করে আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দল। জবাবে ৯ উইকেট হারিয়ে ২১১ রান করতে পারে জুনিয়র টাইগাররা।
বাংলাদেশ হেরে গেছে পাওয়ার প্লেতেই। ২৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ ওভারে ৪০ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে স্বাগতিকেরা। কেউ পারেননি ১০ রানের বেশি করতে। ৪ উইকেটই নেন আব্দুল আজিজ।
এরপর মোহাম্মদ আব্দুল্লাহ ও দেবাশীষ সরকারের ১০৮ রানের জুটিতে লড়াইয়ে ফেরে বাংলাদেশ। তবে ৩২.২ ওভারে দেবাশীষ ৬১ বলে ৫১ করে আউট হন। জয়ের জন্য তখন প্রয়োজন ১০৭ বলে ১১১ রান।
তবে এরপর স্বাধীন ইসলাম আব্দুল্লাহকে সঙ্গ দিলেও তা কার্যকর হয়নি। স্বাধীন ৪৩ বল খেলে ১৫* রানের বেশি করতে পারেননি। আব্দুল্লাহ ১৬০ বলে ৯৫ রান করে শেষ ওভারে আউট হন।
এর আগে আফগানিস্তানকে বড় সংগ্রহ এনে দেন ফয়সাল খান ও উযাইরুল্লাহ নিয়াজি। ৫০ রানে ২ উইকেট হারানোর পর ১২১ রানের জুটি গড়েন দুজনে। টানা দুই ম্যাচে শতকের দেখা পান ফয়সাল।
আগের ম্যাচে ১০০ রান করা ফয়সাল আজ করেন ১১৬ বলে ১১২ রান। ১০০ বলে ৭২ রান করেন নিয়াজি। তারা ছাড়া আর কেউ ১৬ রানের বেশি করতে পারননি। বাংলাদেশের হয়ে ৬ উইকেট নেন ইকবাল হাসান ইমন।



