এনসিএল টি-টোয়েন্টি চলাকালীন চোটে পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর আর মাঠে ফেরা হয়নি। মাঠে ফেরার অপেক্ষা দীর্ঘ হচ্ছে আরো, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ।
মাহমুদউল্লাহর অসুস্থতার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া চেয়েছেন তার স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। বৃহস্পতিবার বেলা ১১টার পর রিয়াদের স্ত্রী ফেসবুকে পোস্ট করে এই খবর জানিয়েছেন।
মিষ্টি লিখেছেন, ‘আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীষণ দয়ালু। তার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা বারিক লাহু।’
মাহমুদউল্লাহ রিয়াদ জাতীয় দলের জার্সি তুলে রেখেছেন কয়েক মাস আগেই। তবে নিয়মিত ঘরোয়া লিগগুলোতে খেলে যাচ্ছিলেন মাহমুদউল্লাহ। তবে সবশেষ এনসিএল টি-টোয়েন্টিতে দুই ম্যাচ খেলার পর চোটে পড়েন তিনি।
যে কারণে এরপর আর কোনো ম্যাচ খেলতে পারেননি। তবে চোট কাটিয়ে ফেরার পথেই ছিলেন। নিয়মিত রিহ্যাভ সেশন করছিলেন তিনি। এর মাঝেই এলো ডেঙ্গু আক্রান্ত হয়ে তার হাসপাতালে ভর্তি থাকার খবর।
জানা গেছে, গত চার দিন ধরে অসুস্থ মাহমুদউল্লাহ। শুরুতে জ্বরে ভুগছিলেন তিনি। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিনি। পরে হাসপাতালে ভর্তি হন।
তার অসুস্থতা সম্পর্কে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, কিছুদিন ধরে জ্বরে ভুগছেন মাহমুদউল্লাহ। তবে এখন তার শারীরিক অবস্থা উন্নতির দিকেই আছে।



