টি-টোয়েন্টিতে বাংলাদেশের ডাবল সেঞ্চুরি

বিশ্বের নবম দল হিসেবে টি-টোয়েন্টিতে ২০০তম ম্যাচ খেলার কীর্তি গড়ল বাংলাদেশ।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

টি-টোয়েন্টি ফরম্যাটে ২০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ ক্রিকেট দল।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবুধাবিতে এশিয়া কাপের ১৭তম আসরে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজেদের ২০০তম ম্যাচ খেলছে বাংলাদেশ।

বিশ্বের নবম দল হিসেবে টি-টোয়েন্টিতে ২০০তম ম্যাচ খেলার কীর্তি গড়ল বাংলাদেশ।

২০০৬ সালের ২৮ নভেম্বর খুলনা বিভাগীয় স্টেডিয়ামে টি-টোয়েন্টিতে অভিষেক হয় টাইগারদের। অভিষেক ম্যাচে জিম্বাবুয়েকে ৪৩ রানে হারায় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে নিজেদের শততম ম্যাচেও জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছিল টাইগাররা।

বাংলাদেশের আগে টি-টোয়েন্টিতে ২০০ বা তার বেশি ম্যাচ খেলেছে পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

টি-টোয়েন্টিতে এ পর্যন্ত সবচেয়ে বেশি ২৭৪ ম্যাচ খেলেছে পাকিস্তান।

এছাড়া ভারত ২৪৯, নিউজিল্যান্ড ২৩৫, ওয়েস্ট ইন্ডিজ ২২৮, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা ২১১, ইংল্যান্ড ২০৯ এবং দক্ষিণ আফ্রিকা ২০৬ ম্যাচ খেলেছে।

আফগানিস্তানের বিপক্ষে আজকের মাইলফলকের ম্যাচ খেলার আগে বাংলাদেশের টি-টোয়েন্টি পরিসংখ্যান হলো— ১৯৯ ম্যাচে ৭৯ জয়, ১১৫ হার এবং ৫ ম্যাচ পরিত্যক্ত।

ওয়ানডেতে ৪৪৯ ম্যাচ খেলে বাংলাদেশ ১৬১টি জিতেছে ২৭৮টি পরাজিত হয়েছে। ১০টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

টেস্ট ফরম্যাটে ১৫৪ ম্যাচে ২৩ জয়, ১১২ হারও ১৯টি ম্যাচ ড্র করেছে টাইগাররা।

সূত্র : বাসস