নেতৃত্ব দিতে প্রস্তুত তাইজুল, তবে লোভ নেই

‘আমার অভিজ্ঞতা আছে, এমন কোনো অপশন নেই যা আমার ভেতর অনুপস্থিত। মনে হয় না দলের প্রয়োজনে এমন কিছু আছে যা আমি করতে পারব না। তবে বিষয়টি এমন নয় যে আমি এর জন্য প্রলুব্ধ।’

নয়া দিগন্ত অনলাইন
ক্রিকেটার তাইজুল ইসলাম
ক্রিকেটার তাইজুল ইসলাম |নয়া দিগন্ত

শ্রীলঙ্কা সিরিজ শেষে হঠাৎ টেস্ট দলের নেতৃত্ব ছাড়েন নাজমুল হোসেন শান্ত। এরপর থেকে এখনো অধিনায়ক ছাড়াই আছে সাদা পোশাকের বাংলাদেশ দল। এদিকে চলছে নতুন অধিনায়ক কে হবেন, তা নিয়ে আলোচনা।

টেস্টে টাইগারদের পরবর্তী অধিনায়ক কে হবেন সেই জল্পনার মাঝে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। ক্রিকইনফোর সাথে এক সাক্ষাৎকারে বলেছেন, অধিনায়কত্ব করতে প্রস্তুত তিনি।

তাইজুল বলেন, ‘আমার অভিজ্ঞতা আছে, এমন কোনো অপশন নেই যা আমার ভেতর অনুপস্থিত। মনে হয় না দলের প্রয়োজনে এমন কিছু আছে যা আমি করতে পারব না। তবে বিষয়টি এমন নয় যে আমি এর জন্য প্রলুব্ধ।’

তবে অধিনায়ক নির্বাচনের ভার যে টিম ম্যানেজমেন্টের উপর; তা মনে করিয়ে দেন তাইজুল। বলেন, ‘বিষয়গুলো টিম ম্যানেজমেন্ট ও অফিসিয়াল ব্যক্তিদের ভাবতে হবে ও তারাই সিদ্ধান্ত নেবেন। টেস্টের অধিনায়কত্ব কোনো আকর্ষণীয় কিছু নয়। যদি সুযোগ আসে তবে কেন নয়?’

তাইজুল আরো বলেন, ‘আমার মতে প্রতিটি অধিনায়কের একটি দৃষ্টিভঙ্গি থাকে, তিনি দলকে কোন অবস্থানে দেখতে চান। আমি কেমন দল চাই এবং দুই বছর পর দলকে কোথায় দেখতে চাই সেই লক্ষ্যটা ঠিক করা গুরুত্বপূর্ণ।’

উল্লেখ্য, মুশফিকুর রহিম আছেন ক্যারিয়ারের সায়াহ্নে। তিনিও অভিমান করে অধিনায়কত্বকে বিদায় জানিয়েছেন বহু আগে। অন্যদিকে পারফর্ম করতে না পারায় মুমিনুল হককে সরিয়ে দেয় ক্রিকেট বোর্ড।

ফলে টেস্ট খেলেন এমন নিয়মিত ক্রিকেটারদের মাঝে কেবল আছেন লিটন দাস। মেহেদী মিরাজ ও তাইজুল ইসলাম। যেখানে স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবেন মিরাজ। ওয়ানডে অধিনায়কও তো তিনিই।

এ অবস্থায় তিন অধিনায়কের যুগেই থাকবে কিনা দল, সেটাই আগে দেখার বিষয়। যদি তিন অধিনায়ক নীতিতেই থাকে দল, তবে অভিজ্ঞতা ও পারফরম্যান্স বিবেচনায় তাইজুল ইসলাম যে এগিয়ে থাকবেন, তা বলা বাহুল্য।