যদিও মাঠের খেলায় মুখোমুখি হয়েছে পাকিস্তান-ভারত, তবে মন যেন পড়ে আছে পেহেলগামে। মাস তিনেক আগের সেই ঘটনার রেশ রয়ে গেছে এখনো। যার প্রভাব দেখা গেল খেলার শুরুতেই।
পেহেলগাম হামলার পর পাকিস্তানের বিপক্ষে ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছিল ভারত। এমনকি আইসিসি ও এসিসির কোনো টুর্নামেন্টেও যেন ভারতকে পাকিস্তানের মুখোমুখি হতে না হয়, সে দাবিও ওঠে।
এ নিয়ে আইসিসি ও এসিসিতে চিঠি চালাচালি পর্যন্ত হয়েছিল। মাঝে সাবেক ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত লিজেন্ডস ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিলেন ভারতের সাবেকরা।
ফলে এশিয়া কাপে দুই দলের মুখোমুখি হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এমনকি খেলা বন্ধ করতে আইন-আদালতের দ্বারস্থও হয় ভারতীয়রা। যদিও শেষ পর্যন্ত তা ধোপে টেকেনি, খেলতেই হচ্ছে ভারতের।
সব অনিশ্চয়তার মেঘ দূর করে আজ ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে এশিয়া কাপে। মাঠে গড়িয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই। তবে দুই দলের টসের সময় দেখা গেলো অস্বস্তিকর এক চিত্র।
দুবাইয়ে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানের অধিনায়ক সালমান আগা টসের পর সৌজন্যসূচক হাত মেলাননি। এমনকি দুজনের মাঝে চোখাচোখিও হয়নি।
দেখে মনে হয়েছে, যেন অনেকটা বাধ্য করেই টস করতে নামিয়ে দেয়া হয়েছে দুজনকে! আসলে দুই দেশের মধ্যকার যুদ্ধ যে তাদের সম্পর্ক যে তলানিতে নিয়ে ঠেকিয়েছে, তাই দেখা গেলো ক্রিকেট মাঠেও।
এদিকে টসে সাহসী সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। যে ভারতের বিপক্ষে সবাই রান তাড়া করতে চায়, সেখানে আগে ব্যাট করার মতো দাম্ভিক সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা।
দাম্ভিক সিদ্ধান্ত নিলেও দম্ভ ধরে রাখতে পারেননি সাইম আইয়ুবরা। প্রথম বলেই হার্দিক পান্ডিয়াকে উইকেট দিয়ে এসেছেন এই ওপেনার। তিনে নেমে টিকতে পারেননি মোহাম্মদ হারিসও (৩), বুমরাহর শিকার তিনি।
ফখর জামান ও সাহিবজাদা ফারহান মিলে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিলেন৷ তবে ফখরকে ১৭ রানে থামিয়ে দিয়েছেন অক্ষর প্যাটেল। চারে নেমে সালমান আগা করেছেন ১২ বলে ৪।
১০ ওভারে মাত্র ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপদেই আছে পাকিস্তান। দেখার বিষয় এখান থেকে কতটা সমৃদ্ধ সংগ্রহ পায় তারা।