প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে হেরে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।
মঙ্গলবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ।
এই জয়ে সিরিজে ১-১ সমতা আনল সফরকারী শ্রীলঙ্কা। সিরিজের প্রথম ওয়ানডে ৭৮ রানে জিতেছিল বাংলাদেশ।
আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৪৬.৫ ওভারে ১৯৪ রানে অলআউট হয় স্বাগতিক বাংলাদেশ।
দলের পক্ষে ওপেনার শেখ জারিফ সিয়াম সর্বোচ্চ ৫২ রান করেন। এছাড়া অন্য কোনো ব্যাটার ৩০ রানও করতে পারেননি।
জবাবে হিরুন মাথিশা ও আরোশা সিথুমিনার জোড়া হাফ-সেঞ্চুনিতে ৪৫.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। হিরুন মাথিশার অপরাজিত ৮০ ও আরোশা সিথুমিনা ৫০ রান করেন।
আগামী ১২ ডিসেম্বর একই ভেন্যুতে সিরিজ নির্ধারণী ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দল।



