ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ

১৫ সদস্যের দল ঘোষণা ভারতের, বাদ রেকর্ড গড়া ব্যাটার

ভারতীয় টেস্ট দলে এবারো উপেক্ষিত সরফরাজ খান

নয়া দিগন্ত অনলাইন
ভারতীয় টেস্ট দল
ভারতীয় টেস্ট দল |সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঘোষিত দলে প্রত্যাশামতোই দলের অধিনায়ক শুভমান গিল।

এই দলে তাৎপর্যপূর্ণ হলো, সহ-অধিনায়কত্ব পেয়েছেন রবীন্দ্র জাদেজা। গত ইংল্যান্ড সিরিজে সহ-অধিনায়ক ছিলেন ঋষভ পান্থ।

পান্থ চোটাক্রান্ত। এজন্য তার জায়গায় উইকেটরক্ষার দায়িত্ব পেয়েছেন ধ্রুব জুরেল। বিকল্প কিপার হিসাবে সুযোগ পেয়েছেন নারায়ণ জগদীশন।

তবে, বড় খবর হলো- দীর্ঘদিন পর দলে ফেরা করুণ নায়ার ইংল্যান্ড সিরিজে ব্যর্থতার জন্য বাদ পড়েছেন। যিনি নিজের দ্বিতীয় ম্যাচেই ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়েন। পাশাপাশি সরফরাজ খানের ওপর এবারো আস্থা রাখেননি নির্বাচকরা।

ভারতীয় টেস্ট দল : শুভমান গিল (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কল, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, নারায়ণ জগদীশন (উইকেটকিপার), মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ ও কুলদীপ যাদব।