বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলবেন ইংল্যান্ডের মঈন আলী

সামাজিক যোগাযোগমাধ্যমে শনিবার (১৩ ডিসেম্বর) ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সরাসরি চুক্তিতে মঈনকে দলে নিয়েছে সিলেট।

নয়া দিগন্ত অনলাইন
মঈন আলী
মঈন আলী |সংগৃহীত

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে সিলেট টাইটান্সের হয়ে খেলবেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলী।

সামাজিক যোগাযোগমাধ্যমে শনিবার (১৩ ডিসেম্বর) ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সরাসরি চুক্তিতে মঈনকে দলে নিয়েছে সিলেট।

এর আগে, সরাসরি চুক্তিতে দেশী ক্রিকেটারদের মধ্যে মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদ এবং পাকিস্তানের সাইম আইয়ুবকে দলে নিয়েছে সিলেট।

এর আগে, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং দুরন্ত রাজশাহীর হয়ে বিপিএল খেলেছেন মঈন। এখন পর্যন্ত বিপিএলে ২২ ম্যাচে ১৩৫ দশমিক ৭৩ স্ট্রাইক রেটে ৪১৪ রান ও বল হাতে ২২ উইকেট শিকার করেছেন তিনি। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ৪০৮ ম্যাচে সাত হাজার ৫১৩ রান এবং ২৬৫ উইকেট আছে তার।

এদিকে, দলের প্রধান কোচ হিসেবে সোহেল ইসলাম এবং ব্যাটিং কোচ হিসেবে ইমরুল কায়েসকে নিয়োগ দিয়েছে সিলেট।

২৬ ডিসেম্বর শুরু হবে বিপিএলের ১২তম আসর। বাসস