বরাবরের মতোই বিজয় দিবস উপলক্ষে মিরপুরে মাঠে গড়ায় শহীদ জুয়েল একাদশ ও শহীদ মুশতাক একাদশের মধ্যকার লড়াই। যেখানে এবার বিজয়ী মোহাম্মদ আশরাফুলের শহীদ মুশতাক একাদশ।
আজ মঙ্গলবার বিশেষ এই ম্যাচে মিনহাজুল আবেদীন নান্নু ও আব্দুর রাজ্জাকদের শহীদ জুয়েল একাদশকে ৩৮ রানে হারিয়েছে মোহাম্মদ আশরাফুলরা।
টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ছয় উইকেট হারিয়ে দলটি তুলে ১৩৮ রান। শুরুতে দুই ওপেনার হান্নান সরকার ও আশরাফুল দ্রুত ফিরে গেলেও পরে দলের ইনিংস গুছিয়ে নেন অন্য ব্যাটাররা।
বড় সংগ্রহের ভিত গড়ে দেন নাদিফ চৌধুরী ও তুষার ইমরান। নাদিফ ২৬ বলে ৪৬ রান করেন, যেখানে ছিল দু’টি চার ও চারটি ছক্কা। তুষার ইমরান অপরাজিত থাকেন ২৭ বলে ৪২ রান করে।
শহীদ জুয়েল একাদশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন আব্দুর রাজ্জাক। তিনি তিন ওভারে মাত্র ১৭ রান খরচায় নেন তিনটি উইকেট।
১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় শহীদ জুয়েল একাদশ। জাভেদ ওমর বেলিম দ্রুত আউট হন। এরপর শাহরিয়ার নাফীস ৩৩ বলে ৩৬ রান করে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন।
তালহা জুবায়ের ১৯ বলে অপরাজিত ২৬ রান করেন, তবুও শেষ পর্যন্ত শহীদ জুয়েল একাদশ ১০০ রানেই থেমে যায়। শহীদ মুশতাক একাদশের হয়ে আশরাফুল, হাসিবুল হোসাইন, মোহাম্মদ রফিক ও তুষার ইমরান একটি করে উইকেট নেন।



