আফগানিস্তানের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলতে পারে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আজ মাঠে নামছে নতুন চ্যালেঞ্জে থাকা মেহেদী মিরাজের বাংলাদেশ; অভিষেক হতে পারে সাইফ হাসানের।

নয়া দিগন্ত অনলাইন
আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ
আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ |সংগৃহীত

প্রায় তিন মাস পর ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। আজ বুধবার আবুধাবিতে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

সদ্যই আফগানিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ, করেছে ধবলধোলাই। তবে আফগানদের বিপক্ষে ওয়ানডে পরিসংখ্যান সুখকর নয় টাইগারদের। হেরেছে শেষ দুই সিরিজেই।

টি-টোয়েন্টি আর টেস্ট নিয়ে ব্যস্ত বাংলাদেশ ওয়ানডেই খেলে এখন সবচেয়ে কম। এদিকে বিদায় নিয়েছেন অভিজ্ঞদের প্রায় সকলেই, তামিম-সাকিব তো আগে থেকেই নেই। বিদায় নিয়েছেন মুশফিক-মাহমুদউল্লাহও।

সব মিলিয়ে নতুন চ্যালেঞ্জের মুখে মেহেদী মিরাজের দল। একাদশ সাজাতেও হিমশিম খেতে হচ্ছে তাকে। সবকিছু ভাবতে হচ্ছে নতুন করে। যদিও এখন দিশা হতে পারেন সাইফ হাসান।

টি-টোয়েন্টি সিরিজে দারুণ করা এই ব্যাটার আছেন ওয়ানডে দলেও। সবকিছু ঠিক থাকলে আজই অভিষেক হয়ে যেতে পারে তার। তানজিদ তামিমের সাথে ওপেনিং সামলাতে পারেন তিনিই।

তিনে নাজমুল হোসেন শান্ত খেলছেন দীর্ঘদিন ধরেই। চার নম্বরে খেলবেন তাওহীদ হৃদয়কে। পাঁচে দেখা যেতে পারে অধিনায়ক মেহেদী মিরাজকে। এরপর নুরুল হাসান সোহানের জায়গা পাওয়া অনেকটা নিশ্চিত।

পরের জায়গাটা নিয়ে লড়াই হবে মূলত জাকের আলি ও শামিম পাটোয়ারীর মাঝে। জাকের অবশ্য সর্বশেষ ছয় ওয়ানডের তিনটিতে ফিফটি করেছেন। তাই খানিকটা হলেও এগিয়ে থাকবেন তিনি।

আটে রিশাদ হোসেন ও নয়ে তানজিম সাকিবকে দেখা যেতে পারে। শেষ দুই জায়গায় মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকেই দেখা যেতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদ মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলী, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম সাকিব।