প্রথম ম্যাচ পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচে জিতে হংকং সিক্সেসের কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। তবে এখানেই থামলো টাইগারদের দৌড়, অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নিলো আকবর আলির দল।
আজ শনিবার আগে ব্যাট করে টুর্নামেন্টের সর্বোচ্চ সংগ্রহ দাঁড় করিয়েছিল অস্ট্রেলিয়া। নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে তারা করে ১৪৯ রান, যা তাড়া করতে নেমে রেকর্ড ৫৪ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
আবু হায়দার রনির ১৮ বলের ফিফটি সত্ত্বেও ৫ উইকেটে ৯৫ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ১৯ রানে ৪ উইকেট হারানোর পর কেবল রাকিবুল হাসান দুই অঙ্কে পৌঁছান (২৫)। ক্রিস গ্রিন নেন ৩ উইকেট।
এর আগে, অস্ট্রেলিয়া ১৪৯ রান তুলে বেন ম্যাকডারমথ ও আলেক্স রসের দুই হাফসেঞ্চুরিতে। ১৪ বলে ম্যাকডারমথ ৫১ ও ১১ বলে রস ৫০ রান করেন। উইলিয়াম বসিস্টো ৬ বলে করেন ৩০।
ছয় ওভারে বাংলাদেশের বোলাররা হজম করেন ২১টি ছক্কা! রাকিবুল হাসান ও মোসাদ্দেক হোসেন ২টি উইকেট ভাগাভাগি করেন।



