বাঁচা-মরার লড়াইয়ে টসে হেরে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

ডু অর ডাই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে পাকিস্তান। ভারত ম্যাচের সেরা এগারো ধরে রেখেছে তারা। অন্যদিকে বাংলাদেশ ম্যাচের সেরা একাদশ থেকে দুই পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা।

নয়া দিগন্ত অনলাইন
বাঁচা-মরার লড়াইয়ে টসে হেরে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
বাঁচা-মরার লড়াইয়ে টসে হেরে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা |সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। দুই দলের জন্যই আজ কঠিন পরীক্ষা। জিতলে বেঁচে থাকবে শিরোপা স্বপ্ন, হেরে গেলে কঠিন হবে সমীকরণ।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার আবুধাবিতে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। যেখানে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের। খেলা শুরু রাত সাড়ে ৮টায়।

৮ বছর ধরে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় নাই পাকিস্তানের। সবশেষ ২০১৭ সালে লঙ্কানদের হারাতে পেরেছিল সরফরাজ আহমেদরা। সব মিলিয়ে শেষ ৫ দেখাতেই হেরেছে ম্যান ইন গ্রিনরা।

আজ সেই জয়খরা কাটাতে চাইবে পাকিস্তান। শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে এ ছাড়া বিকল্পও নেই। বিকল্প নেই শ্রীলঙ্কারও। দুই দলের অবস্থা এখন প্রায় একইরকম।

কেননা, সুপার ফোরপর্বে পাকিস্তান-শ্রীলঙ্কা দুই দলই তাদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে দুই দলেরই আজ জয়টা ভীষণ প্রয়োজন।

ডু অর ডাই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে পাকিস্তান। ভারত ম্যাচের সেরা এগারো ধরে রেখেছে তারা। অন্যদিকে বাংলাদেশ ম্যাচের সেরা একাদশ থেকে দুই পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা।

পাকিস্তান একাদশ: সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, ফখর জামান, আগা সালমান, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, চামিকা করুনারত্নে, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশা থিকসানা, দুশমন্ত চামিরা, নুয়ান থুসারা।