১৭ মে থেকে পুনরায় শুরু পিএসএল

এ বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

নয়া দিগন্ত অনলাইন
পিএসএল
পিএসএল |সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্য সঙ্ঘাতের কারণে স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আগামী ১৭ মে থেকে পুনরায় শুরু হবে। আসরটির গ্র্যান্ড ফাইনাল হবে ২৫ মে।

এ বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এর আগে, ভারতের সাথে সঙ্ঘাতে কারণে গত ৮ মে পিএসএলের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয় পিসিবি। তবে পরবর্তীতে সময়ে আইপিএলের মতো পিএসএলও স্থগিত করে দেয়া হয়।

পুনরায় আগামী ১৭ মে থেকে শুরু হতে যাওয়া পিএসএলের সূচি বা ভেন্যু জানায়নি পিসিবি।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ পিএসএল পুনরায় শুরু এবং ফাইনালের তারিখ নিশ্চিত করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

তিনি লিখেছেন, ‘পিএসএলের দশম আসর যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে। ছয় দল, শূন্য ভয়, আটটি রোমাঞ্চকর ম্যাচের জন্য প্রস্তুত হবে। ১৭ মে থেকে শুরু হবে আসর। গ্র্যান্ড ফাইনাল হবে ২৫ মে। সব দলের জন্য শুভকামনা।’ বাসস