৬ দলের অধিনায়ক চূড়ান্ত, চমক শেখ মেহেদী-সৈকত আলী

কখনো আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও সৌম্য সরকার, মোহাম্মদ নাবিদের ছাপিয়ে নেতৃত্ব পেলেন সৈকত।

নয়া দিগন্ত অনলাইন

সবকিছু ঠিক থাকলে আগামীকাল শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে বিপিএল। নানা নাটকীয়তা দেখা গেলেও সব শঙ্কা দূর করে পর্দা উঠছে ১২তম আসরের। এর মাঝে আজ (বৃহস্পতিবার) নিশ্চিত হয়েছে ৬ দলের অধিনায়ক।

আসর শুরুর একদিন আগে অধিনায়কের নাম ঘোষণা করেছে চট্টগ্রাম রয়্যালস। এবার চট্টগ্রামের অধিনায়কত্ব করবেন শেখ মেহেদি। প্রথমবারের মতো বিপিএলে নেতৃত্ব দিতে দেখা যাবে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে।

নানা কারণে আজ হঠাৎ ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা ছেড়ে দেয় ট্রায়াঙ্গল সার্ভিসেস। অবস্থা সামলে নিতে এই দলটার দায়িত্ব নেয় বিসিবি। যেখানে দলটির টিম ডিরেক্টর হিসেবে দেখা যাবে হাবিবুল বাশার সুমনকে।

এ ছাড়া প্রধান কোচ মিজানুর রহমান বাবুল ও ম্যানেজার হিসেবে নাফিস ইকবাল দায়িত্ব সামলাবেন। তবে বিদেশী ক্রিকেটার পাওয়া নিয়ে আছে শঙ্কা। মাত্র দুইজন বিদেশী যোগ দিয়েছেন দলে।

অন্যদিকে আরেক আলোচিত দল নোয়াখালী এক্সপ্রেসের সমস্যাও দূর হয়েছে। রাগ করে অনুশীলন ছেড়ে চলে গেলেও দুই কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের ফের দলের দায়িত্বে ফিরেছেন।

ফিরে এসে নোয়াখালীর অধিনায়কও ঘোষণা করেছেন সুজন। নবাগত এই দলটার নেতৃত্ব দেবেন সৈকত আলী।

কখনো আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও সৌম্য সরকার, মোহাম্মদ নাবিদের ছাপিয়ে নেতৃত্ব পেলেন সৈকত।

অধিনায়ক হিসেবে সিলেট টাইটান্স বেছে নিয়েছে মেহেদী হাসান মিরাজকে। বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এদিকে রাজশাহী ওয়ারিয়র্স বেছে নিয়েছে নাজমুল হোসেন শান্তকে।

এছাড়া রংপুর রাইডার্সকে নুরুল হাসান সোহান ও ঢাকা ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ মিঠুন।