গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। ঘরের মাঠে এমন বিপর্যয়ে স্বাভাবিকভাবেই র্যাঙ্কিংয়ে ধাক্কা খেয়েছে ক্রিকেটাররা। ব্যতিক্রম তানজিদ তামিম ও শেখ মেহেদী।
দল ব্যর্থ হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন তানজিদ তামিম। ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচে ৫৫ গড়ে ১৬৫ রান করেন তিনি, শেষ দুই ম্যাচেই হাঁকান ফিফটি। ছিলেন সিরিজের সেরা রান সংগ্রাহক।
এর পুরস্কার তিনি পেলেন আইসিসি র্যাঙ্কিংয়ে। ব্যাটারদের তালিকায় ২০ ধাপ এগোলেন বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার। টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় বর্তমানে এটাই কোনো বাংলাদেশী ব্যাটারের সর্বোচ্চ অবস্থান।
বুধবার (৫ নভেম্বর) আইসিসির সাপ্তাহিক হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। যেখানে ব্যাটিং র্যাঙ্কিংয়ে তামিম ছাড়া বাংলাদেশের আর কারো সুখবর নেই। ৯ ধাপ পিছিয়ে ২৯ নম্বরে নেমে গেছেন সাইফ হাসান।
পারভেজ হোসেন ৪ ধাপ, জাকের আলি ২ ধাপ পিছিয়েছেন। তবে ব্যাটারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অভিষেক শর্মা। সেরা দশে নেই কোনো পরিবর্তন।
বোলিং র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে শেখ মেহেদি ও তানজিম সাকিবদের। বাকিদের হয়েছে অবনতি। ৬ ধাপ এগিয়ে যৌথভাবে ১৭ নম্বরে উঠেছেন শেখ মেহেদি। ৩ ধাপ এগিয়ে ৩৪ নম্বরে উঠেছেন তানজিম সাকিব।
মোস্তাফিজুর রহমান ১ ধাপ পিছিয়ে ১২, রিশাদ হোসেন ২ ধাপ পিছিয়ে ২৬, নাসুম আহমেদ ১ ধাপ পিছিয়ে ৩০ , তাসকিন আহমেদ ৫ ধাপ পিছিয়ে ৪৫ ও শরিফুল ইসলাম ৫ ধাপ পিছিয়ে ৫০ নম্বরে নেমে গেছেন।



