বাংলাদেশকে বিদায় বলে দিলেন নাথান কেলি। তাসকিন লিটনদের সাথে আর কাজ করছেন না তিনি। ব্যক্তিগত কারণে দেখিয়ে বিসিবির সাথে পথচলায় ইতি টানেন বিখ্যাত এই ফিটনেস ট্রেনার।
পরিবারকে সময় দিতে আর বাংলাদেশে না আসার সিদ্ধান্ত নিয়েছেন কেলি। ক্রিকেট অপারেশনস বিভাগের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সোমবার দুপুর ১টায় বিসিবিকে আনুষ্ঠানিক মেইল দিয়েছেন তিনি।
গত বছরের এপ্রিলে দুই বছরের চুক্তিতে বাংলাদেশে যোগ দিয়েছিলেন কেলি। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি দায়িত্ব থেকে সরে এসেছেন। যদিও তিনি ছুটিতেই ছিলেন এশিয়া কাপ থেকে।
এশিয়া কাপ চলাকালীন সময়ে পিতৃত্বকালীন ছুটি নেন কেলি। তবে ২৪ সেপ্টেম্বর বাবা হওয়ার পর আর জাতীয় দলের সাথে যোগ দেননি তিনি। ফলে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তাকে পায়নি দল।
অবশ্য কেলি দায়িত্ব নেও=য়ার সময় ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষায় কিছু নতুনত্ব এনেছিলেন। প্রচলিত বিপ এবং ইয়ো-ইয়ো টেস্টের বাইরে তিনি চালু করেছিলেন ‘টাইম ট্রায়াল’। যা ছিল বেশ কার্যকর।
তবে নাথান কেলির অবর্তমানে এই সময় জাতীয় দলের ফিটনেস ট্রেনারের দায়িত্ব পালন করেছেন ইফতেখার রহমান। কিন্তু এখন কেলির আনুষ্ঠানিক বিদায়ে নতুন ফিটনেস ট্রেনার খুঁজতে হবে বিসিবিকে।



