হাসপাতাল থেকে বাসায় ফিরলেন তামিম

গত সোমবার সাভারের বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে গিয়ে অসুস্থ বোধ করেন তামিম।

নয়া দিগন্ত অনলাইন
তামিম ইকবাল
তামিম ইকবাল |ফাইল ছবি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বাসায় ফিরেছেন।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরের দিকে তাকে হাসপাতাল থেকে বাসায় নেয়া হয় বলে নিশ্চিত করেন তামিমের ভাই নাফিস ইকবাল।

গত সোমবার সাভারের বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে গিয়ে অসুস্থ বোধ করেন তামিম।

বুকে ব্যথা নিয়ে পার্শ্ববর্তী কেপিজি স্পেশালাইজড হাসপাতালে যান। পরে জানা যায়, দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। হার্টে ব্লক ধরা পড়ার পর রিংও পরানো হয়।

কেপিজে হাসপাতালে ইসিজি করার পর হেলিকপ্টারে ঢাকায় আসার কথা ছিল তার। কিন্তু তামিমের শারীরিক অবস্থা তখন অনুকূলে ছিল না।

কেপিজি হাসপাতালে এক দিন রাখার পর মঙ্গলবার রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। ধীরে ধীরে তার শারিরীক অবস্থার উন্নতি হওয়ায় আভাস ছিল দুয়েকের মধ্যে বাসায় ফিরতে পারেন। আজ তিনি বাসায় চলে গেলেন।

এদিকে, আলোচনায় তামিম আবারো ক্রিকেটে ফিরতে পারবেন কি না। এভারকেয়ার হাসপাতালের মেডিক্যাল বোর্ডপ্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার এ প্রসঙ্গে বলছিলেন, ‘ক্রিকেটে তিনি ফিরবেন কি না, সেটা তিন-চার মাস পর কার্ডিয়াক টিম ও ফিজিওরা তামিমের অবস্থা পর্যবেক্ষণ করার পর বলতে পারবে।’

এদিকে, শরীরের পাশাপাশি মানসিক ধকল কাটিয়ে উঠতে মনোবিদ নিয়োগ দেয়া হয়েছে। তারা তামিমের মানসিক অবস্থার জন্য কাউন্সেলিং করবেন। কিভাবে মানিয়ে নেয়া যায় সবকিছু, সেসব দিক-নির্দেশনা দেবেন।