সাকিব ফিরছেন জাতীয় দলে, থাকবেন কেন্দ্রীয় চুক্তিতেও

‘বোর্ডে সাকিবকে নিয়ে আলোচনা হয়েছে। বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সাকিব যদি অ্যাভেইলেবল থাকেন, ফিটনেস থাকে ও ভেন্যুতে উপস্থিত থাকার মতো পরিস্থিতি থাকে, তাহলে বোর্ড বা নির্বাচক প্যানেল তাকে দলে নেয়ার জন্য বিবেচনা করবে।’

নয়া দিগন্ত অনলাইন
সাকিব আল হাসান
সাকিব আল হাসান |ফাইল ছবি

দীর্ঘদিন ধরে জাতীয় দলে নেই সাকিব আল হাসান। আদৌ ফিরতে পারবেন কি না, তা নিয়েও আছে শঙ্কা। তবে জাতীয় দলে ফেরার দরজা সাকিবের জন্য একেবারে বন্ধ হয়ে যায়নি। আলোচনায় থাকেন বরাবরই।

সম্প্রতি তার বিষয়ে বোর্ড আলোচনা উঠেছে ফের। তাকে ফেরাতে উদ্যোগ নিচ্ছেন আমিনুল ইসলাম বুলবুলরা।

শনিবার বিসিবির সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আমজাদ হোসেন।

তবে এর সাথে জুড়ে দেন একটা শর্তও। আমজাদের কথা সাকিব যদি ফিট ও অ্যাভেইলেবল থাকেন, তাহলে নির্বাচক প্যানেল জাতীয় দলে সাকিবকে বিবেচনা করবে। সেইসাথে রাখা হবে কেন্দ্রীয় চুক্তিতেও।

আমজাদ বলেন, ‘বোর্ডে সাকিবকে নিয়ে আলোচনা হয়েছে। বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সাকিব যদি অ্যাভেইলেবল থাকেন, ফিটনেস থাকে ও ভেন্যুতে উপস্থিত থাকার মতো পরিস্থিতি থাকে, তাহলে বোর্ড বা নির্বাচক প্যানেল তাকে দলে নেয়ার জন্য বিবেচনা করবে।’

এছাড়া ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলতেও সাকিবকে সব রকমের সহায়তা করবে বিসিবি। এ প্রসঙ্গে বলেন, ‘সাকিব অন্যান্য বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করতে পারবে। বোর্ড তাকে অনাপত্তিপত্র দেবে প্রয়োজন অনুযায়ী। হোম অ্যান্ড অ্যাওয়ে সব সিরিজের জন্যই নির্বাচক প্যানেলে তাকে বিবেচনা করা হবে।’

সাকিব দেশের হয়ে সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন কানপুরে। এরপর রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে জনরোষ তৈরি হলে ও একাধিক মামলা হলে আর দেশে ফেরা হয়নি।

এমতাবস্থায় সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব জানান, তিনি দেশে ফিরতে চান ও দেশে ফিরেই চেনা দর্শকদের সামনে বিদায় নিতে চান। এদিকে হঠাৎই সাকিবকে ফিরিয়ে আনার সবুজ সঙ্কেত দিলো বিসিবি।

শুধু তাই নয়, কেন্দ্রীয় চুক্তিতে থাকা সম্ভাব্য ২৭ জনের মধ্যে সাকিব আল হাসানকেও অন্তর্ভুক্ত করার ব্যাপারেও আলোচনা হয়েছে বোর্ড সভায়।