আইএল টি-টোয়েন্টিতে আগে কখনো খেলেননি সাকিব আল হাসান। তবে ক্যারিয়ারের সায়াহ্নে এসে সেই আক্ষেপ দূর হচ্ছে এবার। প্রথমবারের মতো আরব আমিরাতের এই লিগে খেলতে যাচ্ছেন তিনি।
শুধু সাকিব আল হাসান নয়, প্রথমবারের মতো এই লিগে খেলার সুযোগ মিলেছে তাসকিন আহমেদের। আইএল টি-টোয়েন্টির নিলাম থেকে তাকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স। সাকিবকে দলে নিয়েছে এমআই এমিরেটস।
আগামী ডিসেম্বরে মাঠে গড়াবে আইএল টি-টোয়েন্টির চতুর্থ আসর। তার আগে বুধবার (১ অক্টোবর) আরব আমিরাতে বসেছে নিলাম। যেখানে নাম লিখিয়েছিলেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।
অবশ্য নিলামের শুরুতে তাদের দু’জনকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো দল। এমনকি লিগের বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালসের হয়ে গত জুলাইয়ে গ্লোবাল সুপার লিগে খেললেও তারা তাকে দলে টানেনি।
তবে শেষদিকে এসে দল পেয়ে যান তিনি। সাকিবকে তার ভিত্তিমূল্য ৪০ হাজার মার্কিন ডলারে দলে ভেড়ায় এমআই এমিরেটস। যা আইপিএল ফ্রাঞ্চাইনি মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাধীন দল।
সাকিব ভিত্তিমূল্যে দল পেলেও চমক দেখান তাসকিন আহমেদ। তাকে দলে টানতে শারজাহ ওয়ারিয়র্সের খরচ ৮০ হাজার মার্কিন ডলার। যদিও প্রথম ডাকে তাকেও এড়িয়ে গিয়েছিল দলগুলো।
এ দু’জনের বাইরে আইএল টি-টোয়েন্টির আসন্ন আসরে খেলবেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমানও। নিলামের আগেই তিনি দল পেয়েছিলেন। তাকে আগেই নিবন্ধন করে রেখেছে দুবাই ক্যাপিটালস।
উল্লেখ্য, নতুন মৌসুমে সংযুক্ত আরব আমিরাতের পরিবর্তে আইএল টি-টোয়েন্টি সৌদি আরবে অনুষ্ঠিত হবে। আজ এক বিবৃতি দিয়ে যা নিশ্চিত করে কর্তৃপক্ষ।