ভারত-পাকিস্তান দ্বন্দ্ব ক্রিকেটে নতুন কিছু নয়। সেই দ্বন্দ্ব অনেক আগেই প্রভাব ফেলেছে ক্রিকেটে। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, এখন দুই দল মুখোমুখি ফ্রাঞ্চাইজি ক্রিকেট নিয়েও। মুখোমুখি আইপিএল-পিএসএল।
সবদিক বিবেচনায় আইপিএল বহুদূর এগিয়ে থাকলেও তাদের টেক্কা দিতে চেষ্টার কমতি রাখছে না পিএসএল। গত মৌসুম থেকে তো আইপিএলের সূচির সাথে সময় ঠিক রেখে পিএসএলও গড়াচ্ছে মাঠে। ব্যতিক্রম নয় এবারো।
এবার পিএসএল প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে যোগ করেছে আরো দুই ফ্রাঞ্চাইজি। যোগ হয়েছে হায়দারাবাদ ও শিয়ালকোট। রেকর্ড মূল্যে ফ্রাঞ্চাইজি দুটোর মালিকানা কিনেছে তারা। ফলে পিএসএলে দলসংখ্যা বেড়ে এখন ৮।
বৃহস্পতিবার নিলামে হায়দারাবাদ দলটিও বিক্রি হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাভিয়েশন ও হেলথকেয়ার প্রতিষ্ঠান এফকেএসের কাছে, ইসলামাবাদে অনুষ্ঠিত নিলামে যার দাম উঠেছ ১৭৫ কোটি পাকিস্তানি রুপি বা ৭৬ কোটি টাকা।
তবে রেকর্ড গড়ে পিএসএল ইতিহাসের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি দল হিসেবে আত্মপ্রকাশ করে শিয়ালকোট। অস্ট্রেলিয়াভিত্তিক রিয়েল এস্টেট কনসোর্টিয়াম ওজ ডেভেলপার্স ১৮৫ কোটি পাকিস্তানি রুপিতে দলটি কিনে নেয়।
প্রথম দলের নিলামের ভিত্তিমূল্য ছিল ১১০ কোটি রুপি। কিন্তু এফকেএস ও ফিনটেক প্রতিষ্ঠানের মধ্যে দরযুদ্ধে দাম দ্রুত বাড়ে। শেষ পর্যন্ত ১৭৫ কোটির প্রস্তাবে হায়দারাবাদ নিশ্চিত করে এফকেএস।
এমতাবস্থায় উৎসাহিত হয়ে দ্বিতীয় দলের ভিত্তিমূল্য ধরা হয় ১৭০ কোটি রুপি। শেষ পর্যন্ত ১৮৫ কোটির প্রস্তাবে শিয়ালকোট নিশ্চিত করে ওজ গ্রুপ। ফলে শিয়ালকোট হয়ে ওঠে পিএসএলের সবচেয়ে দামি দল।
আগামী বছর পিএসএলের আরো একটি ফ্র্যাঞ্চাইজি বিক্রি হবে। আসন্ন আসরে নিজেদের পরিচালনায় থাকা মুলতান সুলতান্সকে পরের আসরে নিলামে তোলা হবে।
পিএসএলের একাদশ আসর শুরু হবে আগামী ১৬ মার্চ। এক মাসের বেশি সময়ব্যাপী অনুষ্ঠেয় আসরের পর্দা নামবে আগামী ৩ মে।



