শেষ ৬ ম্যাচে ১৫ উইকেট, তাসকিন বললেন আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ, সিরিজের প্রথম ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়ে জিততে পেরেছি।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ক্যারিয়ারের সেরা ছন্দে আছেন তাসকিন আহমেদ। সময়ের সাথে সাথে তিনি এখন আরো পরিণত, আরো ধারালো। যার ঝলক দেখা মিললো আজ সিলেটে। নেদারল্যান্ডসকে একাই ধসিয়ে দিয়েছেন তিনি।

চতুর্থ ওভারে আক্রমণে এসে প্রথম বলেই উইকেট নিলেন তাসকিন আহমেদ। পরের ওভারেও প্রথম বলেই সাফল্য পেলেন অভিজ্ঞ পেসার। নিজের বাকি দুই ওভারেও একটি করে শিকার করেন।

সব মিলিয়ে ২৮ রান দিয়ে ৪ উইকেট নেন তাসকিন। এ নিয়ে টানা তিন ম্যাচে ৩ বা তার বেশি উইকেট পেলেন তিনি। সব মিলিয়ে শেষ ৬ টি-টোয়েন্টি ম্যাচে তার শিকার ১৫ উইকেট। দারুণ কিছুই বটে।

তার এমন পারফরম্যান্সে ডাচদের ইনিংস শেষ হয় ৮ উইকেটে ১৩৬ রানে। যা তাড়া করে সহজ জয় পায় বাংলাদেশ, ৮ উইকেট আর ৩৯ বল হাতে রেখে নিশ্চিত হয় জয়। ম্যাচ সেরা নির্বাচিত হন তাসকিন।

ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে তাসকিন জানিয়েছেন নিজের তাৎক্ষণিক অনুভূতির কথা। চওড়া হাসিতে ৩০ বছর বয়সী পেসার বললেন, পরিশ্রমের ফল পেয়ে গ্রেট ফিলিং হচ্ছে তার।

তাসকিন বলেন, ‘আলহামদুলিল্লাহ, সিরিজের প্রথম ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়ে জিততে পেরেছি। আবহাওয়া বেশ ভালো ছিল, উইকেট ছিল ব্যাটিং উপযোগী। শিশিরের কারণে বোলারদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং ছিল।’

‘আলহামদুলিল্লাহ, আমরা সবাই মিলে প্রতিপক্ষকে তুলনামূলকভাবে কম স্কোরে থামাতে পেরেছি। উইকেটটা ছিল স্পোর্টিং। আমার কাছে মনে হয়েছে, এটাই এখন বাংলাদেশের সেরা ব্যাটিং ট্র্যাক। একটু চ্যালেঞ্জিং হলেও আমি উপভোগ করেছি।’

গোড়ালির চোটের কারণে ইংল্যান্ডে চিকিৎসা নিয়েছিলেন তাসকিন আহমেদ। সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ফিরলেও পুরো ছন্দ ফিরে পাননি তিনি। এরপর পাকিস্তানের বিপক্ষেও তাকে বিশ্রাম দিয়ে খেলানো হয়েছে।

এই প্রসঙ্গে তাসকিন আরো বলেন, ‘এমন ম্যাচ কাটানো সবসময়ই গ্রেট ফিলিং। বিশেষ করে সিরিজের প্রথম ম্যাচেই যদি এমন হয় চোটে পড়ার পর আমি রিদম ফিরে পেতে সমস্যা হচ্ছিল। দিনে দিনে এটি ভালো হচ্ছে এখন।’

‘এটি নিয়ে কাজ করছি। প্রক্রিয়া অনুসরণ করছি। গত কয়েক সপ্তাহ আমরা কঠোর পরিশ্রম করেছি। আর কঠোর পরিশ্রম নিশ্চিতভাবেই একসময় ফল বয়ে আনবে। সেটিই এখন পেলাম,’ যোগ করেন তিনি।