আইএল টি-টোয়েন্টিতে ‘মোস্তাফিজ ম্যাজিক’ চলছেই। মাঠে নামলেই দলকে এনে দিচ্ছেন উদযাপনের উপলক্ষ। ব্যতিক্রম হয়নি আজও, পরপর ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। জিতেছেন ম্যাচ সেরার পুরস্কারও।
রোববার (২১ ডিসেম্বর) আবুধাবিতে আইএল টি-টোয়েন্টিতে গালফ জায়ান্টসের মুখোমুখি হয় মোস্তাফিজুর রহমানের দল দুবাই ক্যাপিটালস। যেখানে ৩৪ রানে ৩ উইকেট শিকার করেন এই বাঁ হাতি।
সব মিলিয়ে আসর জুড়ে মোস্তাফিজ যা করে চলেছেন, সেটা এক প্রকার ম্যাজিকই বলা যায়। এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলে ৫.২৫ ইকোনমিতে তার উইকেটের সংখ্যা ১৪টি। আছেন সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দুইয়ে।
শুরুটা অবশ্য ভালো হয়নি মোস্তাফিজের। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে কোনো উইকেট না তুলে ফিজ খরচ করেন ১৩ রান। নিজের দ্বিতীয় ওভার যখন বোলিংয়ে আসেন তখন গালফের রান ৩ উইকেট হারিয়ে ১১০ রান।
১৪তম ওভারে এসেই দেখান ম্যাজিক, একে একে তুলে নেন ৩ উইকেট। ওভারের দ্বিতীয় বলে প্রথমে ফেরান ৩৬ রান করা জেমস ভিন্সকে। ভাঙেন আজমতউল্লাহ ওমরজাইয়ের সাথে গড়া তার ৬৬ রানের জুটি।
এরপর চতুর্থ ও পঞ্চম বলে ওমরজাই (৪৩) ও শন ডিকসনকে (০) ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও তৈরি করেন। তবে হ্যাটট্রিক না আসলেও থেমে যায় রানের গতি। সেই ওভারে দেন ৫ রান।
১৮ ওভারে বল হাতে ১১ রান দিলেও শেষ ওভারে দেন মাত্র ৪ রান। এই ওভারের প্রথম বলে মোহাম্মদ নবী ক্যাচ মিস না করলে পেতেন আরো এক উইকেট। তবে এখানে ঘটে এক মজার কাহিনী।
ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে রান আউট হন পরপর তিনজন। তাতে ১ বল বাকি থাকতে গালফ জায়ান্টস থামে ১৫৬ রানে।
যে রান ১৯.২ ওভারে ৪ উইকেট হারিয়েই পেরিয়ে যায় ক্যাপিটালস। শায়ান জাহাঙ্গীর (৪৮), রভম্যান পাওয়েল (৪৭*), মোহাম্মদ নাবি (২৫*) মিলে জেতান দলকে। তবে ম্যাচ সেরা হয়েছেন মোস্তাফিজ।



