তাসকিন-সাইফের জোড়া উইকেটের পর মোস্তাফিজের আঘাত, ৫ উইকেট নেই নেদারল্যান্ডসের

শাহরিজ আহমেদ হাল ধরার চেষ্টা করলেও থিতু হতে দেননি মোস্তাফিজ। ১৪ বলে ১৫ করে আউট হয়েছেন তিনি। এই মুহূর্তে ডাচদের সংগ্রহ ১৩ ওভারে ৫ উইকেটে ৮৭।

নয়া দিগন্ত অনলাইন
মোস্তাফিজের আঘাতে ৫ উইকেট নেই নেদারল্যান্ডসের
মোস্তাফিজের আঘাতে ৫ উইকেট নেই নেদারল্যান্ডসের |সংগৃহীত

২০২১ সালের প্রথমবার বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে নজর কেড়েছেন সাইফ হাসান। তবে ব্যাট হাতে নয়, বল হাতে পেয়েই করেছেন বাজিমাত। প্রথম ওভারেই পেয়েছেন জোড়া উইকেট।

ব্যাটিংয়ের পাশাপাশি মাঝের ওভারে বোলিং করার সামর্থ্য থাকায় নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের দলে নেয়ায় হয় সাইফ হাসানকে। প্রথম ম্যাচেই রেখেছেন অধিনায়কের আস্থা।

ইনিংসের ১০ম ওভারে বোলিংয়ে এসে চতুর্থ বলেই স্কট এডওয়ার্ডসের উইকেট তুলে নেন সাইফ। উইকেটের পেছনে জাকের আলীর ক্যাচ হয়েছেন ডাচ অধিনায়ক। ফেরেন ৭ বলে ১২ রানে।

ছয় ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে যা সাইফের প্রথম উইকেট। দ্বিতীয় উইকেটিও পেতে দেরি হয়নি সাইফের। পরের বল ওয়াইড দিলেও পঞ্চম বলে ফের তুলে নিয়েছেন উইকেট।

এবার ডিপ মিডউইকেটে তাওহিদ হৃদয়ে ক্যাচ হয়েছেন থিতু হয়ে যাওয়া তেকা নিদামানুরু। ফেরার আগে ২৬ বলে ২৬ রান করেন তিনি। ১০ ওভার শেষে ডাচদের স্কোর দাঁড়ায় ৬৪/৪।

এরপর শাহরিজ আহমেদ হাল ধরার চেষ্টা করলেও থিতু হতে দেননি মোস্তাফিজ। ১৪ বলে ১৫ করে আউট হয়েছেন তিনি। এই মুহূর্তে ডাচদের সংগ্রহ ১৩ ওভারে ৫ উইকেটে ৮৭।

এর আগে, টসে ব্যাট করতে নেমে সাহসী শুরু করে নেদারল্যান্ডস। সহজ করে বললে ভালো শুরু এনে দেন ম্যাক্স ও’ডাউড। তবে ইনিংসের চতুর্থ ওভারে প্রথমবার বোলিংয়ে এসেই তাকে ফেরান তাসকিন আহমেদ।

ফেরার আগে ১৫ বলে ২৩ রানের ইনিংস খেলেন ম্যাক্স। তিনি ফেরার পর কমে এসেছে রানের গতি। বিক্রমজিৎ ও তেজা নিদামানুরু দেখে শুনে খেলতে থাকেন। পাওয়ার প্লেতে আসে ৩৪ রান।

এরপর ৭.১ ওভারে ফের আঘাত আনেন তাসকিন। এবার তার শিকার বিক্রমজিৎ। ১১ বলে ৪ রান করেন তিনি। ৩৮ রানে পতন হয় ২ উইকেটের।