মুশফিককে টপকে গেলেন লিটন

এক্ষেত্রে মুশফিকের পর ৪৪টি স্টাম্পিং নিয়ে খালেদ মাসুদ পাইলট দ্বিতীয় স্থানে এবং লিটন ৩৪টি স্টাম্পিং করে তৃতীয় স্থানে আছেন।

নয়া দিগন্ত অনলাইন
মুশফিকুর রহিম ও লিটন দাসের ব্যাটিং জুটি
মুশফিকুর রহিম ও লিটন দাসের ব্যাটিং জুটি |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ স্টাম্পিংয়ের রেকর্ড গড়লেন উইকেটরক্ষক লিটন দাস।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন দু’টি স্টাম্পিং করেন লিটন। ফলে মুশফিককে সরিয়ে সর্বোচ্চ স্টাম্পিংয়ের মালিক হন লিটন।

গত জুনে গলে সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে স্টাম্পিং আউট করে মুশফিকের পাশে বসেছিলেন লিটন। তখন দুজনেরই ১৫টি করে স্টাম্পিং ছিল।

আয়ারল্যান্ডের বিপক্ষে স্পিনার হাসান মুরাদের বলে লরকান টাকারকে স্টাম্পড আউট করে মুশফিককে ছাড়িয়ে যান লিটন। এরপর আরেক স্পিনার মেহেদি হাসান মিরাজের বলে এন্ডি ম্যাকব্রিনকেও স্টাম্পড আউট করেন লিটন। এতে ৫১ ম্যাচের ৬৬ ইনিংসে লিটনের স্টাম্পিং গিয়ে দাঁড়াল ১৭-তে।

৯৯ ম্যাচের ৯৯ ইনিংসে ১৫টি স্টাম্পিং আউট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেলেন মুশফিক।

টেস্টে সবচেয়ে বেশি স্টাম্পিংয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার বার্ট ওল্ডফিল্ডের। ১৯২০ থেকে ১৯৩৭ সাল পর্যন্ত অজিদের হয়ে ৫৪ টেস্টে ৫২টি স্টাম্পিং করেছেন ৮১ বছর বয়সে মারা যাওয়া ওল্ডফিল্ড।

বাংলাদেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ স্টাম্পিংয়ের রেকর্ড মুশফিকের। ৪৭৪ ম্যাচ খেলে ১০১টি স্টাম্পিং করেছেন তিনি। টেস্টে ১৫টি, ওয়ানডেতে ৫৬টি ও টি-টোয়েন্টিতে ৩০টি স্টাম্পিং করেন মুশি।

এক্ষেত্রে মুশফিকের পর ৪৪টি স্টাম্পিং নিয়ে খালেদ মাসুদ পাইলট দ্বিতীয় স্থানে এবং লিটন ৩৪টি স্টাম্পিং করে তৃতীয় স্থানে আছেন।