পাকিস্তানের ইনিংসটা বলার মতো একটা রূপ এনে দিলেন শাহিন শাহ আফ্রিদি। তার বদৌলতেই মান বাঁচানো পুঁজি পেয়েছে ম্যান ইন গ্রিনরা। যদিও ভারতের বিপক্ষে ১২৭ রানের পুঁজি যথেষ্ট কিনা, তা নিয়ে প্রশ্ন আছে।
এশিয়া কাপের বহুল আলোচিত ম্যাচে আজ মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। দুবাইয়ে টসে জিতে আগে ব্যাট করার সাহসী সিদ্ধান্ত নেন পাকিস্তানি অধিনায়ক সালমান আলি আগা। তবে সাহসী ব্যাটিং উপহার দিতে পারেনি তার দল।
এদিন শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তান। প্রথম বলেই হার্দিক পান্ডিয়াকে উইকেট দিয়ে আসেন সাইম আইয়ুব। তিনে নেমে টিকতে পারেননি মোহাম্মদ হারিসও (৩); বুমরাহর শিকার তিনি।
ফখর জামান ও সাহিবজাদা ফারহান মিলে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিলেন৷ তবে ফখরকে ১৭ রানে থামিয়ে দিয়েছেন অক্ষর প্যাটেল। চারে নেমে সালমান আগা করেছেন ১২ বলে ৪।
১০ ওভারে মাত্র ৪৯ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান। এরপর ১৩তম ওভারে জোড়া আঘাত করেন কুলদীপ যাদব। ১২.৪ ওভারে হাসান নাওয়াজ (৫) ও পরের বলে মোহাম্মদ নাওয়াজকে (০) ফেরান তিনি।
একদিক থেকে সাহিবজাদা ইনিংস ধরে রাখলেও তাতে ছিল না গতি। ১৬.১ ওভারে কুলদীপের তৃতীয় শিকার হন তিনি, ইনিংস শেষ হয় ১ চার ও ৩ ছক্কায় ৪৪ বলে ৪০ রানে। ফাহিম আশরাফের ব্যাটে আসে ১১ রান।
পাকিস্তানের সংগ্রহ তিন অঙ্ক পেরোয় শাহিন আফ্রিদির কল্যাণে। এই পেসার আজ জ্বলে ওঠেন ব্যাট হাতে। ৪ ছক্কায় ১৬ বলে ৩৩ করে অপরাজিত থাকেন তিনি। ৬ বলে ১০ রান আসে সুফিয়ান মুকিমের ব্যাটে।
শেষ পর্যন্ত ৯ উইকেটে ১২৭ রান করতে পারে পাকিস্তান। ভারতের হয়ে কুলদীপ যাদব ৩, জাসপ্রিত বুমরাহ ও অক্ষর প্যাটেল নেন ২টি করে উইকেট।