ভারতের কাছে টসে হারলো পাকিস্তান

গত ম্যাচে টসে হারলেও ম্যাচে জয় লাভ করেছিল ভারত। আজ টসও গিয়েছে তাদেরই ভাগ্যে।

নয়া দিগন্ত অনলাইন
ভারতের কাছে টসে হারলো পাকিস্তান
ভারতের কাছে টসে হারলো পাকিস্তান |পুরনো ছবি

তিন বছর ধরে ভারতের সাথে জয়ের দেখা পায় না পাকিস্তান। ২০২২ টি-টোয়েন্টি এশিয়া কাপের পর আরো ছয়বার দেখা হলেও হাসি মুখে মাঠ ছাড়া হয়নি ম্যান ইন গ্রিনদের। তবে আজ সে অপেক্ষা ফুরাতে চায় পাকিস্তান।

এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে আজ (রোববার) মুখোমুখি হয়েছে পাকিস্তান ও ভারত। দুবাইয়ে রাত সাড়ে ৮টায় শুরু হবে হাইভোল্টেজ এই ম্যাচ। যেখানে টসে হেরে আগে ব্যাট করবে পাকিস্তান।

পাকিস্তান জয় পেয়েছে তিন বছর আগে টি-টোয়েন্টি এশিয়া কাপের ম্যাচে, এই দুবাইয়েই। আজ সেই দুবাইয়েই ভারতের বিপক্ষে জয়খরা কাটাতে চায় পাকিস্তান। অন্যদিকে ভারতের সামনে সুযোগ ইতিহাস গড়ার।

দুই দলের ৭৩ বছরের লড়াইয়ের ইতিহাসে পাকিস্তান কিংবা ভারত কখনোই একে অন্যকে টানা পাঁচ ম্যাচের বেশি হারাতে পারেনি আগে। ভারত আজ জিতে গেলে প্রথমবার সংখ্যাটা ছয় হয়ে যাবে।

যেখানে টস জয় ভারতকে দেবে বাড়তি অনুপ্রেরণা। রান তাড়ায় ভারতের চেয়ে ভয়ঙ্কর আর কে আছে! তা ছাড়া ২০২৪ সাল থেকে ভারত এখন পর্যন্ত খেলা ৩৫ টি-টোয়েন্টির মধ্যে মাত্র ৩টিতে হেরেছে।

ভারত একাদশ
অভিষেক শর্মা, শুভমান গিল, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), তিলক ভার্মা, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর পটেল, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।

পাকিস্তান একাদশ
সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আগা (ক্যাপ্টেন), হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, হারিস রউফ এবং আবরার আহমদ।