বোর্ড সভায় সিদ্ধান্ত

অক্টোবরের প্রথম সপ্তাহেই বিসিবি নির্বাচন

নবনির্বাচিত বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয় তার পরের দিন। সংবিধান অনুযায়ী, বর্তমান কার্যনির্বাহী কমিটিকে ২০২৫ সালের ৭ অক্টোবরের মাঝে পরবর্তী নির্বাচন সম্পন্ন করতে হবে।

নয়া দিগন্ত অনলাইন
আজ বিসিবির বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে
আজ বিসিবির বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে |সংগৃহীত

মাঠের ক্রিকেটের মতো মাঠের বাইরেও গরম ক্রিকেট পাড়া। বিসিবি নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে, সরগরম হয়ে উঠেছে সব মহল। নির্বাচনী আমেজ আরো বাড়িয়ে দিতে এবার বড় পদক্ষেপ নিলো বিসিবি

আসন্ন নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের প্রথম সপ্তাহেই হবে নির্বাচন। আজ বোর্ড সভা শেষে এসেছে এমন সিদ্ধান্ত।

কয়েকদিন ধরেই ক্রিকেট পাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনে লড়াই করার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল খান।

এর মাঝেই সোমবার (১ সেপ্টেম্বর) সিলেটে বোর্ড সভায় বসেন বিসিবি পরিচালকরা। সোমবার দুপুর ২টা নাগাদ সিলেটের একটি পাঁচতারকা হোটেলে শুরু হয় বিসিবির পরিচালনা পর্ষদের সভা।

সেখানে অনেক আলোচ্য বিষয়ের মাঝে বড় বিষয় ছিল আসন্ন বিসিবির নির্বাচন। যদিও ধারণা করা হচ্ছিলো আজই আসতে পারে নির্বাচন কমিশন গঠনের ঘোষণা। তবে এর জন্য আরো কিছু দিন সময় নিয়েছে বিসিবি।

সাধারণত বিসিবির সংবিধানের ১৫.১ অনুচ্ছেদ অনুযায়ী, কার্যনির্বাহী কমিটির মেয়াদ তার প্রথম সভা থেকে চার বছর। সর্বশেষ বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবরে।

নবনির্বাচিত বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয় তার পরের দিন। সংবিধান অনুযায়ী, বর্তমান কার্যনির্বাহী কমিটিকে ২০২৫ সালের ৭ অক্টোবরের মাঝে পরবর্তী নির্বাচন সম্পন্ন করতে হবে।

বিসিবিও যে সেই পথে হাঁটছে তার জানান দিয়ে সভা শেষে পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানান, ‘অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে প্রকৃত তারিখ জানাবে নির্বাচন কমিশন।’

তিনি আরো জানিয়েছেন, ‘নির্বাচনের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হবে। আমার ধারণা দুই একদিনের মাঝেই তাদের নাম ঘোষণা করা হবে।’