বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

টুর্নামেন্টে টিকে থাকতে আজ যুক্তরাষ্ট্রকে হারাতেই হতো যুবাদের। ৭ উইকেটের দাপুটে জয়ে সেই সমীকরণ মিলিয়েছে তারা। আগে ব্যাট করে যুক্তরাষ্ট্রের করা ১৯৯ রানের লক্ষ্য ৪১.৩ ওভারেই পেরিয়েছে যুবারা।

নয়া দিগন্ত অনলাইন
বিশ্বকাপের সুপার সিক্সে জুনিয়র টাইগাররা
বিশ্বকাপের সুপার সিক্সে জুনিয়র টাইগাররা |সংগৃহীত

প্রথম দুই ম্যাচে জয় না আসায় চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। পড়ে যায় শঙ্কায়। তবে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সব শঙ্কা আজ দূর করে দিয়েছে জুনিয়র টাইগাররা। নিশ্চিত করেছে সুপার সিক্স পর্ব।

টুর্নামেন্টে টিকে থাকতে আজ যুক্তরাষ্ট্রকে হারাতেই হতো যুবাদের। ৭ উইকেটের দাপুটে জয়ে সেই সমীকরণ মিলিয়েছে তারা। আগে ব্যাট করে যুক্তরাষ্ট্রের করা ১৯৯ রানের লক্ষ্য ৪১.৩ ওভারেই পেরিয়েছে যুবারা।

হারারেতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শুক্রবার ৬ রানে দু’ উইকেট হারায় যুক্তরাষ্ট্র। আর ৮৯ রানে ৫ উইকেট হারায় তারা। দলটির হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন আদনিত জাম্ব।

অধিনায়ক উৎকর্ষ শ্রীভাস্তবের ৩৯ ও সাহিল গার্গের ৩৫ রানে বাংলাদেশকে দুইশ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ইকবাল হোসেন ইমন। দু’টি করে উইকেট নেন আল ফাহাদ, রিজান হাসান ও শাহরিয়ার আহমেদ।

রান তাড়ায় বাংলাদেশের দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ মিলে গড়েন ৭৮ রানের জুটি। এরপর দু’জনেই ফিরে যান দ্রুত জাওয়াদ (৪৭) ও রিফাত (৩০)। এরপর হাল ধরেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম।

তার ব্যাট থেকে আসে ৮২ বলে ৬৪ রান। তামিম আউট হবার পর বাকি কাজটুকু সারেন রিজান হাসান (৩০*) ও কালাম সিদ্দিকী (২০*)। ৫১ বল হাতে রেখেই জিতে যায় জুনিয়র টাইগাররা।

এ জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে বাংলাদেশ। ৩ ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ৩ পয়েন্ট। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। ২ ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি নিউজিল্যান্ডের যুবারা।