আমিনুল ইসলামকে নিয়ে যা বললেন তামিম ইকবাল

সাবেক দুই ক্রিকেটারের মুখোমুখি অবস্থানে ঝাঁঝ বাড়ছে নির্বাচনের। উত্তাপ ছড়াতে শুরু করেছে ক্রিকেটপাড়ায়। এমন পরিস্থিতিতে অজ্ঞাত নম্বর থেকে হুমকির ফোন পেয়েছেন আমিনুল, যা নিয়েও শুরু হয়েছে শোরগোল।

নয়া দিগন্ত অনলাইন
আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল
আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল |সংগৃহীত

তামিম ইকবাল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন করছেন, তা এখন আর অজানা নয়। এমনকি তিনি আছেন সভাপতি হওয়ার দৌড়েও। যেখানে তার বড় প্রতিপক্ষ বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সাবেক দুই ক্রিকেটারের মুখোমুখি অবস্থানে ঝাঁঝ বাড়ছে নির্বাচনের। উত্তাপ ছড়াতে শুরু করেছে ক্রিকেটপাড়ায়। এমন পরিস্থিতিতে অজ্ঞাত নম্বর থেকে হুমকির ফোন পেয়েছেন আমিনুল, যা নিয়েও শুরু হয়েছে শোরগোল।

এদিকে তামিম ইকবাল যেহেতু বড় প্রতিদ্বন্দ্বী, তাই দুয়ে দুয়ে চার মিলিয়ে এ হুমকির বিষয়ে তার দিকেই আঙুল তুলছে অনেকে। তবে এই অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছেন তামিম ইকবাল।

মূলত কিছুদিন আগে জানা যায়, আমিনুলকে অজ্ঞাত কেউ ফোন করে বলেছিল, ’নির্বাচন না করলে হয় না?’ বিষয়টাকে হুমকি হিসেবে নিয়ে নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একজন বন্দুকধারী চেয়ছিল বিসিবি।

এ প্রসঙ্গে তামিম একটি বেসরকারি টেলিভিশনে বলেন, ‘আমি ক্রিকেটার, সন্ত্রাসী না। যদি সত্যিই এমন কল হয়ে থাকে, তাহলে খুবই দুঃখজনক। তবে নম্বর থাকলে তা ট্রেস করা সম্ভব। লুকোচুরি না করে বিষয়টি স্পষ্টভাবে জানানো উচিত।’

এ প্রসঙ্গে তামিম আরো বলেন, ‘তিনি চাইলে সাধারণ ডায়েরি (জিডি) করতে পারেন। এতে আসলেই হুমকি হয়েছে কিনা তা তদন্তে বেরিয়ে আসবে। উনি যদি ওনার সেফটির কথা চিন্তা করেন তাহলে উনি যে চিঠি দিয়েছেন সেখানে নম্বরসহ উল্লেখ করে দেয়া উচিত। যদি এরকম কিছু না হয় এটাও পরিষ্কার করে দেয়া উচিত যে এরকম কিছু হয়নি।’

আমিনুল ইসলাম বুলবুলের সময়কালে কোনো কাজ চোখে পড়েনি বলেও জানান তামিম। স্পষ্টভাবেই বলেন, মাত্র তিন মাস দায়িত্বে থাকার কারণে এখনই তার কাজের ওপর ইতিবাচক বা নেতিবাচক মন্তব্য করা ঠিক হবে না।

তামিম বলেন, ‘আমি শুনেছি উনি অনেক কাজ করছেন। তবে তিন মাস সময় খুবই কম। এখনই মূল্যায়নের সময় নয়। তবে আমার তেমন কিছু চোখে পড়েনি।’