বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫ শ’ উইকেট নিলেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৯ রানে ১ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫ শ’ উইকেট পূর্ণ করেন তাইজুল।
বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে ৫ শ’ উইকেট নিলেন তাইজুল। এর আগে বাংলাদেশের হয়ে দুই বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক এবং এনামুল হক জুনিয়র প্রথম শ্রেণির ক্রিকেটে ৫ শ’ উইকেট শিকার করেছিলেন।
এই তালিকায় বাংলাদেশের হয়ে ৬৩৪ উইকেট নিয়ে শীর্ষে আছেন রাজ্জাক। ৫১৩ উইকেট নিয়ে পরের স্থানেই আছেন এনামুল।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৫ শ’ উইকেট শিকারের ক্লাবে নাম লেখাতে ৩ উইকেট দূরে ছিলেন তাইজুল। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৭৮ রানে ২ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে টেস্টের তৃতীয় দিন পর্যন্ত ২৯ রানে ১ উইকেট নেন তিনি। টেস্টের তৃতীয় দিন পর্যন্ত মোট ৩ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫ শ’ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন তাইজুল।



