জীবন পেয়েছিলেন এক বল আগেই, তবে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না তানজিদ তামিম। অন্যদিকে মাঠে নেমেই ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, থিতু হতে পারেননি তিনি। দুজনকেই ফেরান ওমরজাই।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বুধবার টসে জিতে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। আবুধাবিতে দেখেশুনেই শুরু করেছিলেন দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান।
এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় সাইফ হাসানের। তবে অভিষিক্ত সাইফকে রেখে ফিরেছেন তামিম। ৩.২ ওভারে একবার ক্যাচ তুলে দিয়ে বেঁচে গেলেও ইনিংস বড় হয়নি, ৩.৪ ওভারেই থামতে হয় তাকে।
আজমতুল্লাহ ওমরজাইয়ের বলে তামিম ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে, ফিরেছেন ১০ বলে ১০ রান করে। এক ওভার পর এসে ফের উইকেট তুলে নেন ওমরজাই, এবার ফেরান শান্তকে।
হাশমতুল্লাহ শাহিদিকে ক্যাচ অনুশীলন করিয়ে ৫ বলে ২ রান নিয়ে ফেরেন সাবেক এই অধিনায়ক। ৬ ওভারে ২৭ রানে ২ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ। এই মুহূর্তে সাইফ ১৩ ও তাওহীদ হৃদয় (১) মিলে হাল ধরার চেষ্টা করছেন।