টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড স্টার্লিংয়ের

২০০৯ সালের জুনে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় স্টার্লিংয়ের। এখন পর্যন্ত ১৬০ ম্যাচে ১ শতক ও ২৪টি অর্ধশতকে ৩ হাজার ৮৭৪ রান করেছেন আয়ারল্যান্ডের এই ব্যাটার।

নয়া দিগন্ত অনলাইন
সর্বোচ্চ টি-টোয়েন্টি ম্যাচ খেলুড়ে আয়ারল্যান্ডের পল স্টার্লিং
সর্বোচ্চ টি-টোয়েন্টি ম্যাচ খেলুড়ে আয়ারল্যান্ডের পল স্টার্লিং |সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন আয়ারল্যান্ডের ক্রিকেটার পল স্টার্লিং। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৫৯ ম্যাচ খেলা ভারতীয় ব্যাটার রোহিত শর্মাকে টপকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৬০ ম্যাচের মালিক এখন স্টার্লিং।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই বিশ্ব রেকর্ডের মালিক হন স্টার্লিং।

২০০৯ সালের জুনে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় স্টার্লিংয়ের। এখন পর্যন্ত ১৬০ ম্যাচে ১ শতক ও ২৪টি অর্ধশতকে ৩ হাজার ৮৭৪ রান করেছেন আয়ারল্যান্ডের এই ব্যাটার।

টি-টোয়েন্টিতে ১৫৩ ম্যাচ খেলে তৃতীয় স্থানে রয়েছেন আয়ারল্যান্ড অলরাউন্ডার জর্জি ডকরেল।

সূত্র : বাসস