জাতীয় দলের দায়িত্ব ছাড়ছেন সালাউদ্দিন

আয়ারল্যান্ড সিরিজের পর জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব ছাড়ছেন মোহাম্মদ সালাউদ্দিন।

নয়া দিগন্ত অনলাইন
মোহাম্মদ সালাউদ্দিন
মোহাম্মদ সালাউদ্দিন |ফাইল ছবি

বিগত কিছুদিনে যেভাবে আলোচনা হচ্ছিল মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে, ‘কঠিন’ কিছুর শঙ্কাই ছিল। হলোও তাই, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাথে সম্পর্কের ইতি টানছেন তিনি।

আসন্ন আয়ারল্যান্ড সিরিজের পর জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের পদ ছাড়তে যাচ্ছেন সালাউদ্দিন। এক বছর দায়িত্ব পালনের পর হঠাৎ এ সিদ্ধান্ত নিয়েছেন দেশের ক্রিকেটের পরিচিত এই মুখ।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ সূত্রে জানা গেছে, তিনি ইতোমধ্যে বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়েছেন। মূলত বর্তমান দায়িত্বে আনন্দ না পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আয়ারল্যান্ড সিরিজ দিয়েই ঘটছে তার পথচলার ইতি।

সালাহউদ্দিন গত বছরের ৫ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে যুক্ত হন, ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল তার সাথে। তবে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।

ডেভিড হেম্পকে সরিয়ে দেয়ার পর থেকে সহকারী কোচের দায়িত্বের পাশাপাশি ব্যাটিং কোচের দায়িত্ব পালন করে আসছিলেন সালাউদ্দিন। তবে সাম্প্রতিক সময়ে দলের ব্যাটিং ব্যর্থতা তাকে করেছে সমালোচিত।

ফলে তাকে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। এরই মাঝে আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দিয়েছে তারা। এমতাবস্থায় সহকারী কোচের দায়িত্বও ছাড়ছেন সালাউদ্দিন।

উল্লেখ্য, দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে বৃহস্পতিবার বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড। সিলেটে প্রথম টেস্ট শুরু ১১ নভেম্বর। এরপর ঢাকায় ১৯ তারিখ থেকে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

পরে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রাম চলে যাবে দু’দল। ম্যাচগুলো হবে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর।