জিম্বাবুয়ে ক্রিকেটে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক হয়েছেন বাঁ-হাতি পেসার রিচার্ড এনগারাভা। দুই সংস্করণের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো ক্রেইগ আরভিনের স্থলাভিষিক্ত হলেন এনগারাভা।
এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) জানিয়েছে, আরভিন দায়িত্ব থেকে সরে দাঁড়ানোয় টেস্ট ও ওয়ানডের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে এনগারাভাকে। তার ডেপুটি হিসেবে থাকবেন ব্রায়ান বেনেট। টি-টোয়েন্টি ফরম্যাটে জিম্বাবুয়ের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সিকান্দার রাজা।
হারারেতে সদ্য অনুষ্ঠিত জেডসির চতুর্থ কোয়ার্টারের সভার পর বোর্ড চেয়ারম্যান তাভেঙওয়া মুখুলানি বলেন, ‘গত কয়েক বছরে এনগারাভা খেলোয়াড় ও নেতা হিসেবে অসাধারণ উন্নতি দেখিয়েছে। ড্রেসিংরুমে তার প্রতি সবার শ্রদ্ধা রয়েছে এবং সব ফরম্যাটেই সে নিয়মিতভাবে জিম্বাবুয়ের জন্য পারফর্ম করেছে। আমরা বিশ্বাস করি, দলের পরবর্তী অধ্যায়ে নেতৃত্ব দেয়ার জন্য সে পুরোপুরি প্রস্তুত।’
২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর জিম্বাবুয়ের হয়ে ১১ টেস্ট, ৫৫ ওয়ানডে ও ৯০টি টি-টোয়েন্টি খেলেছেন এনগারাভা। টেস্টে ২৫, ওয়ানডেতে ৭০ ও টি-টোয়েন্টিতে ১০৮ উইকেট নিয়েছেন তিনি।



