সূর্যবংশীর ১৯০, আরো ২ জনের সেঞ্চুরিতে বিহারের রেকর্ড পুঁজি

এই ৩ সেঞ্চুরিতে ভর করে বিহার অরুণাচলের বিপক্ষে তুলেছে ৫৭৪/৬ রান। লিস্ট এ ক্রিকেটে যা সর্বোচ্চ রান তোলার রেকর্ড। লিস্ট এ ক্রিকেটে আগের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল তামিলনাড়ুর ৫০৬/২।

নয়া দিগন্ত অনলাইন
বৈভব সূর্যবংশী
বৈভব সূর্যবংশী |সংগৃহীত

একের পর এক রেকর্ড ভেঙেই চলেছেন বৈভব সূর্যবংশী। মাঠে নামলেই গড়ছেন নতুন নতুন কীর্তি। ভুল করেননি বিজয় হাজারে ট্রফিতে, উদ্বোধনী ম্যাচেই খেলেছেন ৮৪ বলে ১৯০ রানের ইনিংস। গড়েছেন সব কম বয়সে সেঞ্চুরির রেকর্ড।

বুধবার (২৪ ডিসেম্বর) রাঁচিতে প্লেট লিগের ম্যাচে অরুণাচল প্রদেশের বিপক্ষে বিহারের হয়ে খেলতে নেমে সূর্যবংশী মাত্র ৩৬ বলে সেঞ্চুরি হাঁকান। টি-টোয়েন্টি ক্রিকেটের বাইরে যা তার প্রথম শতক।

বিধ্বংসী এই সেঞ্চুরির পরও তৃপ্ত হননি সূর্যবংশী। মাত্র ৫৯ বলে ১৫০ রান পূর্ণ করেন তিনি, যা পুরুষদের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ১৫০ রান। তবে, অল্পের জন্য দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়া হয়নি।

১৬টি চার ও ১৫টি ছক্কায় সাজানো সূর্যবংশীর ইনিংস শেষ হয় ১৯০ রানে। তিনি ছাড়াও ইনিংসে ছিলো আরো দুইটি সেঞ্চুরি। ৫৬ বলে ১১৬ রান করেন আয়ুশ লোহারুকার। আর সাকিবুল গনি করেন ৪০ বলে ১২৮*।

১২৮ রান করার পথে বিহারের অধিনায়ক ৩২ বলে পৌঁছান তিন অঙ্কে। লিস্ট এ ক্রিকেটে ভারতীয়দের মাঝে যা দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। আর লিস্ট এ ক্রিকেট ইতিহাসে যা তৃতীয় দ্রুততম সেঞ্চুরি।

এই ৩ সেঞ্চুরিতে ভর করে বিহার অরুণাচলের বিপক্ষে তুলেছে ৫৭৪/৬ রান। লিস্ট এ ক্রিকেটে যা সর্বোচ্চ রান তোলার রেকর্ড। লিস্ট এ ক্রিকেটে আগের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল তামিলনাড়ুর ৫০৬/২।