আবুধাবি টি-টেন লিগে ডাক পেলেন তাসকিন

গত কয়েক বছরে আবুধাবি টি-টেন লিগে বেশ কয়েকটি দলের সাথে চুক্তি করেছিলেন তাসকিন।

নয়া দিগন্ত অনলাইন
তাসকিন আহমেদ
তাসকিন আহমেদ |ফাইল ছবি

আবুধাবি টি-টেন লিগে ডাক পেলেন তাসকিন আহমেদ। নর্দান ওয়ারিয়র্সের হয়ে খেলতে ডাক এসেছে তার সামনে। জানা গেছে, ইতোমধ্যে দলের সাথে যোগ দিতে দেশ ছেড়েছেন এই স্পিড স্টার।

গত কয়েক বছরে আবুধাবি টি-টেন লিগে বেশ কয়েকটি দলের সাথে চুক্তি করেছিলেন তাসকিন। ক্রিকবাজের তথ্যানুসারে মারাঠা অ্যারাবিয়ান্স, ডেক্কান গ্ল্যাডিয়েটর্স ও বাংলা টাইগার্সের সাথে চুক্তি হয় তার।

কিন্তু তাসকিনের একবারও খেলা হয়নি। কখনো চোটের কারণে, কখনো জাতীয় দলের ব্যস্ততায় আবার কখনো বিসিবি’র অনাপত্তিপত্র না পাওয়ায় আটকে যায় তার টি-টেন লিগে খেলা।

শুধু আবুধাবি টি-টেন লিগ নয়, আইপিএলের বেশ কয়েকটি আসরেও সুযোগ পেয়েও খেলা হয়নি তার। খেলা হয়নি পিএসএলসহ আরো বেশ কিছু বড় লিগে। কেবল জিম-আফ্রো টি-টেন লিগ ও এলপিএল খেলেছেন তাসকিন।

তবে তাসকিনের ফের বিদেশী লিগে খেলার অপেক্ষা ফুরালো এবার। আবুধাবি টি-টেন লিগে খেলার জন্য নর্দার্ন ওয়ারিয়র্সের চুক্তি করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই তথ্য নিশ্চিত করেছেন তাসকিন নিজেই।

এফিকে ওয়ারিয়র্সও তাসকিনকে কেনার ঘোষণা দিয়ে ফেসবুকে একটি ছবি শেয়ার করেছে, সেটি রি-শেয়ার করে তাসকিনের পেজ থেকে লেখা হয়েছে, ‘হ্যালো, নর্দার্ন ওয়ারিয়র্স’।

এবারের আবুধাবি টি-টেন লিগ শুরু হবে ১৮ নভেম্বর থেকে, প্রথম ম্যাচেই ওয়ারিয়র্স খেলতে নামবে কুয়েটা ক্যাভালরির বিপক্ষে। ৩০ নভেম্বর টুর্নামেন্ট শেষ হবে ফাইনাল দিয়ে। তবে পুরো আসরে তাসকিনের খেলা নিয়ে আছে শঙ্কা।

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে ডাক পড়লে তাকে ফিরতে হতে পারে মাঝপথেই। ১৯ নভেম্বরের দ্বিতীয় টেস্ট শেষে ২৭ নভেম্বর থেকে মাঠে গড়াবে টি-২০ সিরিজ। ২৯ নভেম্বর দ্বিতীয় ও ২ ডিসেম্বর হবে তৃতীয় ম্যাচ।

তাসকিন ছাড়াও এই টুর্নামেন্টে খেলবেন সাইফ হাসান ও সাকিব আল হাসান। এস্পিন স্ট্যালিয়ন্সের হয়ে ৩ ম্যাচ খেলবেন সাইফ। তবে পুরো আসর খেলবেন সাকিব। রয়্যাল চ্যাম্পসের নেতৃত্ব দেবেন এই টাইগার অলরাউন্ডার।