ওয়েস্ট ইন্ডিজকে হাতের নাগালেই আটকে দেয়ার সব রকম চেষ্টাই করেছিল বাংলাদেশ। ১৭ ওভার শেষে রান ছিল ১১৪/৩। তবে শেষ ৩ ওভারে এসে হিসাব বদলে দিলেন ক্যারিবীয়রা, যোগ করেছেন ৫১ রান।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সোমবার চট্টগ্রামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। যেখানে টসে জিতে আগে ব্যাট করে ৩ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ পেয়েছে ক্যারিবীয়রা।
এদিন দেখেশুনে শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ৮ ওভারে বাংলাদেশকে কোনো সুযোগ দেননি অ্যালিক আথানেজ ও ব্র্যান্ডন কিং। টসে জিতে ব্যাট করতে নেমে বিনা উইকেটে তারা তুলে নেন ৫৮ রান।
তবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই এই জুটি ভাঙেন রিশাদ হোসেন। দলকে প্রথম উইকেট এনে দেন ২৭ বলে ৩৪ রান করা আথানেজকে বিদায় করে। তিনে মাঠে আসেন শাইহোপ, তবে জমেনি কিংয়ের সাথে তার জুটি।
১৩তম ওভারের প্রথম দুই বলে জোড়া আঘাত এনে জুটি বড় হতে দেননি তাসকিন আহমেদ। প্রথম বলে ব্রেন্ডন কিংকে (৩৩) ফেরানোর পরের বলেই ফাঁদে ফেলেন শেরফানে রাদারফোর্ডকে (০)। স্কোর তখন ৮২/৩।
সেখান থেকে পরের ৫ ওভার দেখেশুনে খেলেন শাইহোপ ও রভম্যান পাওয়েল। কিন্তু শেষ ৩ ওভারে চালান তাণ্ডব। ১৮তম ওভারে তাসকিনের থেকে ১৫, পরের ওভারে মোস্তাফিজ দেন ১৪ রান। শেষ ওভার থেকে ২২ রান দেন তানজিম।
রভম্যান পাওয়েল ও শাইহোপ দুজনেই সমান ২৮ বলে ৪৪ ও ৪৬ রানে অপরাজিত থাকেন। সমান ৪টি করে ছক্কা ও ১টি করে ৪ হাঁকান দুজনে।



