টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন পরীক্ষাই দিতে হবে বাংলাদেশকে। গ্রুপ পর্ব পাড়ি দেয়াই হবে বড় চ্যালেঞ্জ। যেখানে টাইগারদের খেলতে হবে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সাথে।
আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। হাতে খুব বেশি সময় না থাকলেও এখনো সূচি প্রকাশ করতে পারেনি আইসিসি। এমনকি কে কোন গ্রুপে থাকবে, সেটাও এখনো জানা যায়নি।
তবে আজ শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য গ্রুপের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। জানা গেছে- সর্বশেষ বিশ্বকাপের ফরম্যাটেই অনুষ্ঠিত হবে এবারের আসরটি।
২০ দলকে মোট চারটি গ্রুপে ভাগ করা হবে। যেখানে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সাথে একই গ্রুপে রাখা হয়েছে বাংলাদেশকে। যেখানে অন্য দুই প্রতিপক্ষ নেপাল ও ইতালি।
নেপাল ও ইতালি তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও ২০১০ ও ২০২২ সালে ইংল্যান্ড ও ২০১৪ ও ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। যেখানে বাংলাদেশের সর্বোচ্চ অর্জন সুপার এইট।
২০২৪ বিশ্বকাপেই সেরা আটে জায়গা করে নিয়েছিলেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। এবার সুপার এইট নিশ্চিত করাই কঠিন হবে তাদের। কেননা গ্রুপের সেরা দুই দল কেবল পরের রাউন্ডে যাবে।
বড় পরীক্ষা দিতে হবে আফগানিস্তানকেও। ক্রিকবাজের খবর অনুযায়ী- গত বিশ্বকাপের রানার্সআপ দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সাথে খেলতে হবে রশিদ খানদের। বাকি দুই প্রতিপক্ষ কানাডা ও আরব আমিরাত।
তুলনামূলক সহজ গ্রুপে জায়গায় পেয়েছে ভারত ও পাকিস্তান। বরাবরের মতো একই গ্রুপে আছে তারা। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকতে পারে নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র।
বিশ্বকাপের আরেক আয়োজক শ্রীলঙ্কার সাথে একই গ্রুপে থাকতে পারে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান।



