হঠাৎ জরুরি সভা তলব করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। বৈঠকে বসেছেন বিসিবির কর্তাব্যক্তিরা। মিরপুরে বোর্ডের প্রধান কার্যালয়ের সভাকক্ষে উপস্থিত হয়েছেন পরিচালকেরা।
বাংলাদেশ দল এশিয়া কাপ খেলতে অবস্থান করছে আরব আমিরাতে। সেখানে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ শনিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা।
তবে খেলা মাঠে গড়ানোর আগে আলোচনায় বসেছে ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিরা। দুপুর ২টায় শুরু হয় বৈঠক। জানা গেছে, প্রধান আলোচ্য বিষয় থাকছে বিসিবির আসন্ন নির্বাচন।
গত সপ্তাহে আসন্ন নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করে বিসিবি। এর আগেই অবশ্য জানা যায়, অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে এবারের নির্বাচন।