আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে অনিশ্চয়তা আরো ঘনীভূত হয়েছে। নিরাপত্তা শঙ্কায় ভারতে যেতে অনড় বাংলাদেশ। বিপরীতমুখী অবস্থানে আইসিসি।
এমতাবস্থায় বাংলাদেশের পাশে দাঁড়ালো পাকিস্তান। বাড়িয়ে দিয়েছে সহযোগিতার হাত। বিশ্বকাপ ইস্যুতে টাইগারদের পক্ষ নিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতিও আপাতত স্থগিত করেছে তারা। এমনটাই দাবি করছে পাকিস্তানের গণমাধ্যমগুলো।
জিও নিউজের দাবি, ইতোমধ্যেই বিশ্বকাপ সংক্রান্ত সব ধরনের প্রস্তুতি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।
এমনকি বিশ্বকাপে পাকিস্তান অংশ না নিলে বিকল্প কী পরিকল্পনা নেয়া যেতে পারে, সে সম্পর্কিত একটি পরিকল্পনা জমা দিতে দল পরিচালনা বিভাগকে নির্দেশ দিয়েছে পিসিবি।
উল্লেখ্য যে, নিরাপত্তা শঙ্কায় ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে চায় না বাংলাদেশ। নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দেয় তারা। তবে এখনো আইসিসির সহযোগিতা পায়নি বিসিবি।
উল্টো বাংলাদেশকে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত থেকে সরিয়ে আনতে চেষ্টার কমতি রাখেনি আইসিসি। এমনকি গত শনিবার বাংলাদেশে প্রতিনিধিও পাঠায় তারা। তবে মন গলেনি বিসিবি কর্তাদের।
ফলে বাংলাদেশ দলের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো দূর হয়নি। তবে যেভাবে ঘটছে সবকিছু, বাংলাদেশ অনড় অবস্থানে থাকলে তাদের ছাড়াই বিশ্বকাপ আয়োজনের পথে হাঁটছে আইসিসি।
এমতাবস্থায় গতকাল রোববারই টাইগারদের হয়ে আইসিসিকে হুঁশিয়ারি দেয় পাকিস্তান। জানায়, বাংলাদেশ বিশ্বকাপে না খেললে তারাও বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।
সেই অনুযায়ী আজ তাদের প্রস্তুতিও স্থগিত করেছে পিসিবি। এখন দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়।
সূত্র : জিও নিউজ ও ডেইলি জংগ



