টি-২০ বিশ্বকাপ-২০২৬

নামিবিয়া ও আফগানিস্তানের সাথে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

‘বিশ্বকাপ শুরুর আগেই ২৮ জানুয়ারি আমরা ব্যাঙ্গালোরে চলে যাবো। নামিবিয়া এবং আফগানিস্তানের সাথে দুটো প্রস্তুতি ম্যাচ খেলব।’

নয়া দিগন্ত অনলাইন

২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ২০ দলের টুর্নামেন্ট মাঠে গড়াতে এখনো দেড় মাস বাকি। ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে বৈশ্বিক এই আসরের।

সেই লক্ষ্যে আগেই বিশ্বকাপের গ্রুপিং ও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি। যেখানে গ্রুপ অব ডেথে জায়গায় পেয়েছে বাংলাদেশ। ‘সি’ গ্রুপে লিটন দাসদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।

বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। তবে মূল লড়াইয়ের আগে বেঙ্গালুরুতে নামিবিয়া ও আফগানিস্তানের সাথে দুটো প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।

ফলে আগেভাগেই (২৮ জানুয়ারি) ভারতের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ। আইসিসি আনুষ্ঠানিকভাবে না জানালেও বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

সংবাদমাধ্যমকে ফাহিম বলেন, বিশ্বকাপ শুরুর আগেই ২৮ জানুয়ারি আমরা ব্যাঙ্গালোরে চলে যাবো। নামিবিয়া এবং আফগানিস্তানের সাথে দুটো প্রস্তুতি ম্যাচ খেলব।