জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানের অনুপস্থিতি গভীরভাবে অনুভব করছেন তরুণ পেসার তানজিম সাকিব। দলের বর্তমান অগোছালো পরিস্থিতিতে সাকিবের মতো একজন ক্রিকেটারের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তিনি। তার মতে, সাকিবের শূন্যতা দলকে ব্যাটিং ও বোলিং-দুই দিক থেকেই ভোগাচ্ছে।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তানজিম বলেন, ‘সাকিব ভাই বিশ্বে একজন। উনি টিমে থাকা মানে একজন বোলার নিয়ে টেনশন করতে হয় না, একজন ব্যাটার নিয়েও টেনশন করতে হয় না।’
তিনি আরো বলেন, ‘সাকিব ভাইয়ের মতো একজন অলরাউন্ডার পাওয়া দুষ্কর। উনার বিকল্প তৈরি করা কঠিন। এই স্থান পূরণে যথাসম্ভব চেষ্টা আমরা করবো।’
সাকিবের অভাব প্রথম ম্যাচেই স্পষ্টভাবে টের পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই বল হাতে ৩ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে ৪০ রানের কার্যকর ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন। ঠিক এমন পারফরম্যান্সই নিয়মিতভাবে দিয়ে আসছিলেন সাকিব, যা এখন বড় শূন্যতা তৈরি করেছে।
তানজিম সাকিব বলেন, ‘যারা বোলার আছেন, ব্যাটার আছেন তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন, তাহলে এই অভাটা পূরণ করতে পারবো।’